জীবাণু অস্ত্র নিয়ে তুলকালাম, বৈঠকে নিরাপত্তা পরিষদ

প্রথম পাতা » আন্তর্জাতিক » জীবাণু অস্ত্র নিয়ে তুলকালাম, বৈঠকে নিরাপত্তা পরিষদ
শুক্রবার, ১১ মার্চ ২০২২



---

জীবাণু অস্ত্র উৎপাদনের জন্য ‍যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইউক্রেনের কয়েকটি গবেষণাগারে বিপজ্জনক রোগজীবাণু নিয়ে পরীক্ষা চলছিল বলে অভিযোগ করেছে রাশিয়া। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে বাইডেন প্রশাসন। রাশিয়ার অনুরোধে এ বিষয়ে আলোচনার জন্য শুক্রবার (১১ মার্চ) বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

নিরাপত্তা পরিষদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। এর আগে জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র অলিভিয়া ডাল্টন বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে বলেন, ‘রাশিয়া নিজেই জৈবিক বা রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে এবং এর ন্যায্যতা দেওয়ার জন্য তারা অন্য দেশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনতে পারে বলে আমরা আগেই সতর্ক করেছি।’

অলিভিয়া আরও বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আমরা রাশিয়ার বিকৃত তথ্য প্রচারের জায়গা হিসেবে ব্যবহার করতে দেব না।’

এর আগে, গত সপ্তাহে ইউক্রেনের কয়েকটি গবেষণাগার রুশ বাহিনী দখলে নেওয়ার পর সেখান থেকে জব্দ করা নথির উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ) মস্কো দাবি করে, জীবাণু অস্ত্র উৎপাদনের জন্য ইউক্রেনে ‍যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত কয়েকটি গবেষণাগারে উচ্চ সংক্রমণশীল করোনাভাইরাস এবং অন্যান্য বিপজ্জনক রোগজীবাণু নিয়ে পরীক্ষা চলছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভের বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, মার্কিন অর্থায়নে ইউক্রেনে নির্মিত বায়ো-ল্যাবরেটরিতে বাদুড়ের শরীর থেকে করোনাভাইরাসের নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল–দেখা গেছে জব্দ করা নথিতে।

রুশ কর্মকর্তাদের দাবি, পাখি, বাদুড় এবং সরীসৃপের রোগজীবাণুর ওপর কাজ করতে চাইছিল যুক্তরাষ্ট্র। এ ছাড়া এসব প্রাণীর রোগজীবাণু আফ্রিকান সোয়াইন জ্বরের ভাইরাস এবং অ্যানথ্রাক্স সংক্রমণ করতে পারে কি না, তা-ও গবেষণা করার পরিকল্পনা ছিল ওয়াশিংটনের।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কোনাশেনকভের মতে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেনের বায়ো-ল্যাবে বিজ্ঞানীরা অন্যান্য বিষয়ের পাশাপাশি রাশিয়া, ইউক্রেন এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্থানান্তরিত বন্য পাখিদের মাধ্যমে প্যাথোজেন (রোগ সংক্রামক জীবাণু) সংক্রমণের সম্ভাবনার দিকে নজর রাখছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৯:২৫   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ