সড়ক দুর্ঘটনা রোধে বাঁকা রাস্তা সরলীকরণের কাজ দ্রুত বাস্তবায়নের সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়ক দুর্ঘটনা রোধে বাঁকা রাস্তা সরলীকরণের কাজ দ্রুত বাস্তবায়নের সুপারিশ
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২



---

ঢাকা, ১০ মার্চ, ২০২২: একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ত্রয়োদশ বৈঠক আজ কমিটির সভাপতি রওশন আরা মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মোঃ আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসহ সার্বিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি এবং কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন সড়ক টানেল নির্মাণ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসহ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে সময় বৃদ্ধি না করে নির্ধারিত সময়ে সকল প্রকল্পের কাজ সমাপ্তকরণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণকৃত অর্থ দ্রুততম সময়ে প্রকৃত ভূমি মালিকগণের মাঝে পৌঁছানোর লক্ষ্যে জেলা প্রশাসকগণকে নির্দেশ দানের যথাযথ ব্যবস্থা গ্রহণে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, সড়ক দুর্ঘটনা রোধকল্পে বাঁকা রাস্তা সরলীকরণ এবং রাস্তা মেরামতের সময় যাতায়াত ব্যবস্থা অক্ষুন্ন রেখে কাজ করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতার জন্মদিন ও মহান স্বাধীনতার মাসে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্থপতির প্রতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি’র চেয়ারম্যানদ্বয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের প্রকল্প পরিচালকগণ, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:১৬   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ