টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশে নাসুম

প্রথম পাতা » খেলা » টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশে নাসুম
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২



---

মাত্র কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। বলাই যায় যে, সিরিজের প্রথম ম্যাচে তার উপর ভর করেই জিতেছে টাইগাররা। দুর্দান্ত এক সিরিজ শেষ করার পর ভালো সংবাদ পেলেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এসেছেন তিনি।

মিরপুর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চার ওভার বল করে দিয়েছিলেন মাত্র ১০ রান। আর তুলে নেন চার উইকেট। তাতেই বেড়েছে তার রেটিং পয়েন্ট। আইসিসির হালনাগাদকৃত তথ্য অনুযায়ী ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার তাব্রিজ সামসি। তার রেটিং পয়েন্ট ৭৮৪। আর ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে জস হ্যাজলউড। আর ৭৪৬ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে রয়েছেন রশিদ খান।

এদিকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার লিটন কুমার দাস। ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশি কিপার-ব্যাটার।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৩৬   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ