লেভানডোস্কির হ্যাটট্রিকে সালসবুর্গের জালে বায়ার্নের সাত গোল

প্রথম পাতা » খেলা » লেভানডোস্কির হ্যাটট্রিকে সালসবুর্গের জালে বায়ার্নের সাত গোল
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২



---

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে সালসবুর্গকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। দলটির পোলিশ তারকা রবার্তো লেভানডোস্কির হ্যাটট্রিক ৭-১ গোলের বড় ব্যবধানে জিতেছে শিরোপা প্রত্যাশীরা। প্রথম লেগের ম্যাচটি ১-১ গোল ড্র হওয়ায় ৮-২ গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বায়ার্ন।

সেরা আটে উঠতে হলে এক গোলের জয়ই যথেষ্ট ছিল স্বাগ বায়ার্ন মিউনিখের। কিন্তু ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে এক গোলে জিততে রাজি নয় বায়ার্ন। ম্যাচের ২৩ মিনিটের মাথায় ম্যাচের প্রথম তিনটি গোল দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডোস্কি। ১২তম মিনিটে প্রথম, ২১তম মিনিটে দ্বিতীয় এবং ২৩ মিনিটে তৃতীয় গোল করে নিজের তৃতীয় গোলটি পূর্ণ করেন লেভানডোস্কি।

লেভার হ্যাটট্রিকের পর ৩১ মিনিটে কোম্যানের পাস থেকে ব্যবধান আরও বাড়ান জিনাব্রি। দ্বিতীয়ার্ধেও যথারীতি আধিপত্য ধরে রাখে বায়ার্ন। ৫৪তম মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৫-০ করে ফেলেন মুলার। ৭০তম মিনিটে সান্ত্বনার একটি গোল পায় সালসবুর্গ। বদলি হিসেবে নেমে গোল করেন ১৮ বছর বয়সী কমান কাইগার্ড।

৮৩তম মিনিটে সানের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩২ বছর বয়সী মুলার। এক মিনিট পর লেভানদোভস্কির ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে স্কোরশিটে নাম লেখান সানে। ম্যাচটি শেষ হয় ৭-১ গোল ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৫৫   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ