বেনজেমার হ্যাটট্রিকে পিএসজিকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল

প্রথম পাতা » খেলা » বেনজেমার হ্যাটট্রিকে পিএসজিকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২



---

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে এক গোলের ব্যবধানে পরাজিত হওয়া রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচেও খেয়ে বসে এক গোল। ম্যাচের এমতাবস্থায় পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের হয়ে একাই জ্বলে উঠেন ক্লাবটি ফরাসি তারকা করিম বেনজেমা। তিন গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে তুললেন কোয়ারর্টার ফাইনালে।

পিএসজির মাঠে ১-০ গোলে হারের কারণে সেরা আটে উঠতে হলে দুই গোলের ব্যবধা জয়ের প্রয়োজন ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের। সেই লক্ষ্যে খেলতে নেমেও ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো ফুটবল খেলতে না। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রবার্তো ফিরমিনোর অনুপস্থিতে প্রথমদিকে ভালো আক্রমণ করতে পারেনি স্বাগতিকরা।

এদিকে ম্যাচের ৩৩তম মিনিটে রিয়ালের জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে উঠেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললে গোলটি বাতিল করা হয়। তবে যাত্রা স্বাগতিকরা বেঁচে গেলেও ৩৯তম মিনিটে ঠিকই গোল হজম করে রিয়াল। ওই এমবাপ্পের গোলেই এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।

পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকেন বেনজেমা-ভিনিভিয়াস তারা। সেই সুবাদে ম্যাচের ৬১তম মিনিটে করিম বেনজেমার গোলে সময়তায় ফেরে রিয়াল মাদ্রিদ।

আর ৭১তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন ভিনিসিয়াস! প্রবল চাপ ধরে রেখে খানিক পরই দুই মিনিটের মধ্যে আরও দুই গোল করে চালকের আসরে উঠে বসে রিয়াল। ৭৬তম মিনিটে মদ্রিচের পাস বক্সে পেয়ে ঘুরেই শট নিলেন বেনজেমা। ছুটে এসে স্লাইড করে বাধা দেওয়ার চেষ্টা করসসসলেন মার্কিনিয়োস, তার পায়ে লেগেই বল একটু ওপরে উঠে গোলরক্ষককে ফাঁকি দিয়ে খুঁজে নিল ঠিকানা।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:০৭   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ