অবশেষে রণবীরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন দীপিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবশেষে রণবীরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন দীপিকা
সোমবার, ১৮ জুন ২০১৮



দীর্ঘ পাঁচ বছর পর স্বীকার করলেন বলি ডিভা৷ মিডিয়ার বিভিন্ন প্রশ্ন এতদিন এড়িয়েই এসেছিলেন এই হট বলি কাপেল৷ কিন্তু কথায় বলে না, “প্যায়ার ছুপায়ে নহি ছুপতা”৷ সেটাই ঘটল দীপিকা পাডুকোনের সঙ্গে৷

রণবীর সিংয়ের ইনস্টাগ্রামে পোস্টে কমেন্ট সেকশনে লিখে বসলেন ‘Mine’. ব্যস! ফ্যানেদের নজরে পড়তে কী আর বেশি সময় লাগে৷ দীপিকার কমেন্ট দেখতেই সঙ্গে সঙ্গে তাঁর কমেন্টের স্ক্রিনশট নিয়ে নিলেন ভক্তরা৷ আর স্ক্রিনশট যখন নেওয়াই হয়ে গিয়েছে তখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে আর কতক্ষণ৷ দীপিকা হয়েছে ভেবেছিলেন অগণিত মানুষের কমেন্টের মাঝে তিনি যদি কমেন্ট করে বসেন তাহলে কারও হয়তো চোখে পড়বে না৷
- Advertisement -

নেটিজেনদরে এ বিষয় ছোট করা একদমই ঠিক নয়৷ কারণ সেলেব্রিটিদের সমস্ত আপডেট ভাইরাল হওয়ার কারণ এই নেটিজেনই৷ তারা সর্বক্ষণ চারিদিকে আপডেট রাখছে বলেই আজ দীপিকার স্বীকারোক্তি সকলের সামনে৷ বছরের শেষে এই হট কাপেলের বিয়ে৷ অন্তত অধিকাংশ সূত্র তো তাই বলছে৷ তাঁদের পিডিএ করতে তেমন দেখা যায় না ঠিকই তবে তাই বলে রণ-দীপিরও যে সোশ্যাল সাইটে একটু প্রেম দেখানোর ইচ্ছা জাগবে না তা তো নয়৷ একে অপরের ছবিতে এর আগেও নানা কমেন্ট করেছেন কিন্তু এরম স্বীকার করে ফেলার মতো কমেন্ট আগে কখনও করেননি৷

এবার তো ভক্তরা ধরেই নিয়েছেন যে বিয়ের গুঞ্জন একেবারেই মিথ্যে নয়৷ এতদিন তাঁদের হাবভাবে খানিক বোঝা যেত তবে এই কমেন্টে শিলমোগর পড়ল তাঁদের বিয়ের খবরে৷ এ বছর নভেম্বরে ঠিক হয়েছে বিয়ের দিন৷ বিয়ের কেনাকাটা এখনও চলছে৷ শোনা গিয়েছে একটি গয়নার সংস্থা দীপিকার জন্য বিশেষ নক্সা করা ওয়েডিং জুয়েলরি বানাতে চলেছেন৷ সেই ডিজাইন ঠিক করতেই মাস খানেক আগে সেই গয়নার দোকানের সামনে দীপিকা এবং তাঁর মাকে দেখা গিয়েছিল৷

এছাড়াও নায়িকা হাতে এখন একটিও মুভির শ্যুটিং রাখেননি৷ তোড়জোড় করছেন বিয়ের প্রস্তুতি নিয়ে৷ দীপিকাকে বেশ কয়েকবার রণবীরের বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে৷ অন্যদিকে রণবীরকে, দীপিকার পরিবারের সঙ্গে রেস্টুরেন্টের বাইরে একসঙ্গে দেখা গিয়েছিল৷ দিন কতক আগে সূত্রে মারফত জানা গিয়েছিল যে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার কম্পেক্সেই ফ্ল্যাট কিনতে চলেছেন তাঁরা৷ এমনকি মুম্বইয়ের বাইরেও একটি বাংলো বানাবার প্ল্যানে রয়েছেন রণ-দীপি৷ সম্প্রতি দীপিকার বাড়ি বিউমন্ড অ্যাপার্টমেন্টে আগুন লেগে যাওয়ার কারণে বিয়ের প্রস্তুতি খানিক থেমে গিয়েছিল ঠিকই৷ তবে এখন সব সঠিক পথেই এগোচ্ছে বলে জানিয়েছে দীপিকার ঘনিষ্ঠ সূত্র৷

বাংলাদেশ সময়: ১৩:০২:০৪   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ