একই রঙের জামা পরে পার্টিতে মজে হট টলি-কাপেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » একই রঙের জামা পরে পার্টিতে মজে হট টলি-কাপেল
সোমবার, ১৮ জুন ২০১৮



উজবেকিস্তানে এখনে শুধু ‘হইচই’র মেজাজ৷ সেখানকার আকাশে বাতাসে কেবল ‘হইচই’র গন্ধ৷ তা তো হওয়ারই কথা৷ ‘হইচই আনলিমিটেড’র গোটা টিমকে নিয়ে উজবেকিস্তান চলে গিয়েছেন দেব৷ সেখানে শ্যুটিং ছাড়াও পার্টি, খেলা সবই চলছে জোরকদমে৷

অভিনেতা দেব এখন আর শুধু ফিল্মের ড্যাশিং হিরো নন, প্রযোজকের তকমা লেগে গিয়েছে তাঁর নামের সঙ্গে৷ হাতে গোনা কয়েকটি ছবি প্রযোজনা করেই বেশ প্রশংসা কুড়োচ্ছেন দেব৷ তাঁর ছবি প্রচারের স্টাইলে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি৷ ছবি যদি এক বছর পরও মুক্তি পায় তাও দর্শকদের সেই ছবি নিয়ে কীভাবে প্রতিনিয়ত মোনরঞ্জন করা যায়, সেই বিষয়ে বেশ ভালোই হাত পাকিয়েছেন দেব৷ সম্প্রতি উজবেকিস্তানে দেব এবং তাঁদের টিমের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷
- Advertisement -

ভাইরাল হওয়ার কারণ অবশ্য অন্য৷ সেই কারণ হল দেব-রুক্মিনীর ম্যাচিং পোশাক৷ একই রঙের পোশাকে দু’জনের ওপর বেশি চোখ পড়ছে ফ্যানেদের৷ হালকা নীল রঙের স্লিভলেস টপে রুক্মিনী এবং ঠিক একই রঙের টিশার্টে দেব৷ তাঁদের এই ট্যুইনিং নজর এড়োতে পারছে না কারও৷ পার্টিতে ছবির অভিনেতা, অভিনেত্রীরা ছাড়াও আরও অনেকে ছিলেন৷ যতই কৌশানি, পুজা, শাশ্বত, খরাজ পাশে থাকুক না কেন, এই নীল রঙা পোশাকে দেব-রুক্মিনীই ছিলেন পার্টির মধ্যমণি৷

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হইচই আনলিমিটেড’র দ্বিতীয় পোস্টার৷ চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)। তাঁর স্ত্রী (কৌশানি) সমসময় পুজোপাঠ নিয়ে ব্যস্ত থাকেন। যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা। যেমন প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তাঁর দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত। বিজনের দু’বউ কনীনিকা বন্দোপাধ্যায় ও মানসী সিনহা। অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে।

এদিকে অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই। কারণ সুদীপ্তা চক্রবর্তী। সে এছবির গুন্ডা। ইনি প্রায়ই বিজনকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য। অন্যদিকে বউয়ের জন্য শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)। কারণ অভিনত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়।

সুতরাং কারও মনেই শান্তি নেই। তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়। সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়। এই সরফে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)। বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে। সেটা কী? উত্তর মিলবে ছবির পর্দায়। আগাগোড়া মজার ছবি ‘হইচই অ্যানলিমিটেড’।

তবে জানা গিয়েছে, কমেডির মধ্যেও এই ছবিতে রয়েছে প্লেন হাইজ্যাক এবং অনেক সিরিয়াস বিষয়বস্তুও। দেবের কথায় “আদতে এটাও সিরিয়াস ছবি, সিরিয়াস বিষয়কে নিয়ে আমরা কমেডি ছবি করছি। সেটা দর্শকরা ছবি দেখলেই বুঝতে পারবেন, ছবিটা কিন্তু কোনও রিমেক নয়। দর্শকরা পুজোর সময় এই ছবি দেখলে সত্যিই আনন্দ পাবেন।” সুতরাং দেবের প্রযোজক সংস্থার তরফ থেকে, এবার পুজোর অ্যাকশন, রোম্যান্স, কমেডিতে ‘হইচই’ ফেলে দেবে বাঙালির বিনোদনের বক্স।

বাংলাদেশ সময়: ১২:৫৯:২৮   ৪৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ