পোগবার গোল কেড়ে নিল ফিফা

প্রথম পাতা » খেলা » পোগবার গোল কেড়ে নিল ফিফা
সোমবার, ১৮ জুন ২০১৮



শনিবার কাজানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ফ্রান্স৷ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গ্রিজমান এগিয়ে দেন ফরাসি দলকে৷ ৬২ মিনিটে পেনাল্টি থেকেই গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান জেডিনাক৷ ৮০ মিনিটে ফ্রান্সের হয়ে জয়সূচক গোল করেন পোগবা৷ ফাদার্স ডে’র গিফট হিসাবে বাবাকে সেই গোল উৎসর্গও করেন ম্যান ইউ তারকা৷ যদিও পোগবার গোল নিয়ে সংশয় ছিল ফিফার মনে৷ শেষমেশ যাবতীয় সংশয় দূর করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয় আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ তারা পোগবার কাছ থেকে গোলের কৃতিত্ব কেড়ে নেওয়াই উচিত মনে করে৷

পোগবার গোল নিয়ে প্রাথমিকভাবে প্রশ্ন তুলেছিলেন তাঁর ক্লাব কোচ মোরিনহো৷ তাঁর মতে গোলটির পিছনে পোগবার যতটা না কৃতিত্ব আছে, তার থেকে অনেক বেশি দায়ি অস্ট্রেলিয়া ডিফেন্ডার আজিজি বেহিচের ফাইনাল টাচ৷ পোগবার চিপ আজিজের পায়ে লেগেই অজি গোলকিপারের মাথার উপর দিয়ে গিয়ে প্রতিহত হয় ক্রসবারে৷ তবে মাটিতে ড্রপ করার সময় গোললাইন পার করে যায়৷
- Advertisement -

ফিফা প্রাথমিকভাবে গোলটিকে পোগবার গোল হিসাবেই চিহ্নিত করে৷ তবে পরে ভিডিও বিশ্লেষণে নিজেদের ভুল শুধরে নেন ফিফা অফিসিয়ালরা৷ ফিফার তরফে পরে গোলটিকে আজিজের আত্মঘাতী গোল হিসাবেই উল্ল্যেখ করা হয়৷

পোগবা অবশ্য তার জন্য বিন্দুমাত্র হতাশ নন৷ বরং দল ম্যাচ জেতার তিনি খুশি প্রকাশ করেছেন৷ গোলের কৃতিত্ব হাতছাড়া হওয়া প্রসঙ্গে পোগবা বলেন, ‘অস্বীকার করার জায়গা নেই আমার গোলটির ক্ষেত্রে অস্ট্রেলিয়া ডিফেন্ডারের সাহায্য ছিল৷ তবে গোল যেভাবেই আসুক না কেন, দল পুরো পয়েন্ট ঘরে তুললে দারুণ লাগে৷ দিনের শেষে সেদিকেই লক্ষ্য থাকে সবার৷ আমি তো মনে করি যে, আপনি নিজে গোল করুন বা অন্য কাউকে দিয়ে গোল করান, পা দিয়ে গোল করুন অথবা কান বা নাক দিয়ে, আসল করা হল দলের জয়৷ বিপক্ষের জালে বল জড়ানো এবং ম্যাচ জয়, এগুলিই হল আসল বিষয়৷ ম্যাচটা জিতে মাঠ ছাড়তে পারায় আমি ভীষণ খুশি৷’

বাংলাদেশ সময়: ১২:৫৫:৫৭   ৫৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ