একে অপরকে গুলি করে লাশ হলেন ২ বিএসএফ সদস্য

প্রথম পাতা » আন্তর্জাতিক » একে অপরকে গুলি করে লাশ হলেন ২ বিএসএফ সদস্য
সোমবার, ৭ মার্চ ২০২২



---

পাঞ্জাবের অমৃতসরের পর এ বার গুলিতে প্রাণ গেল মুর্শিদাবাদের জলঙ্গির কাকমারি বিএসএফ ক্যাম্পে। গুলিতে দুই বিএসএফ সেনা নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই দুই সেনা সদস্য তর্কে জড়িয়ে পড়েছিলেন। তার জেরেই একে অপরকে গুলি করেন।

তারা বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

বিএসএফ সূত্রে জানা গেছে, ওই দুই সেনা কোনো কারণে নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর পর তারা একে অপরকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। বিএসএফ ক্যাম্পের ভেতরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় কাকমারি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। এখনও পর্যন্ত ওই দুই বিএসএফ সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।

কী কারণে ওই বিএসএফ জওয়ানরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সেটাও স্পষ্ট নয়।

দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। সামগ্রিকভাবে ঘটনার তদন্তও শুরু হয়েছে।

এর আগে বিএসএফের এক মেসে ঝগড়া থেকে সতীর্থদের গুলি করেছেন এক কনস্টেবল। রোববার (৬ মার্চ) সকালের এই ঘটনায় পাঁচ বিএসএফ সৈন্য নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:০০:২১   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ