বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর ব্যবহার

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর ব্যবহার
সোমবার, ১৮ জুন ২০১৮



রাশিয়া বিশ্বকাপে শনিবার নতুন এক ইতিহাস রচিত হয়েছে। ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার গ্রুপ-সির ম্যাচে ভিডিও অ্যাসিসটেস্ট রেফারির (ভিএআর) সহায়তা নেয়ার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহৃত হল।

এর মাধ্যমে ম্যাচ পরিচালনাকারী রেফারির সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে ভিএআর প্রযুক্তির সিদ্ধান্তে ফ্রান্সকে পেনাল্টি উপহার দেয়া হয়।

কাজানে অনুষ্ঠিত গ্রুপ-সির প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পল পগবার একটি দারুণ পাসে এন্টোনিও গ্রিজম্যানকে বক্সের ভেতর চ্যালেঞ্জ করে বসেন অসি ডিফেন্ডার জসুয়া রিসডন।

উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনহা গ্রিজম্যানের আবেদন নাকচ করে দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ভিএআর বেঁকে বসে।

ভিডিও রিভিউর মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই তারা কুনহাকে পেনাল্টি দিতে নির্দেশ দেন। যে কারণে কুনহা তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফ্রান্সকে পেনাল্টি দিতে বাধ্য হন।

যদিও অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল। যে কারণে কাজান এরিনার জায়ান্ট স্ক্রিনে ভিএআর দল তাদের সিদ্ধান্তটি কেন দেয়া হয়েছে তা উপস্থিত সবাইকে বুঝিয়ে দেয়।

যদিও মাত্র ৪ মিনিটের মাথায় স্যামুয়েল উমতিরি হ্যান্ডবলে প্রাপ্ত পেনাল্টি থেকে মিলে জেডিনাকের স্পট কিকের গোলে অস্ট্রেলিয়া ম্যাচে সমতা ফিরিয়েছিল। এর পর ৮১ মিনিটে পল পগবার গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়।

বাংলাদেশ সময়: ১২:৪৭:২৯   ৪৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ