গাজীপুরে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ
শুক্রবার, ৪ মার্চ ২০২২



---

গাজীপুরের টঙ্গীতে নিপা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে টঙ্গীর বনমালা পূর্ব দত্তপড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিপার স্বামী আল-আমীন, শ্বশুর কালাম মিয়া ও দেবর আলাদীনকে আটক করা হয়েছে।

নিহত নিপা পুবাইল থানাধীন হায়দ্রাবাদ দক্ষিণ পাড়া এলাকার মো. হাফিজ উদ্দিন মোল্লার মেয়ে। সে টঙ্গীর পূর্ব দত্তপাড়া এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করতেন।

নিহতের পরিবার জানায়, ২ বছর আগে পারিবারিকভাবে পূর্ব দত্তপাড়া এলাকার কালাম মিয়ার ছেলে আল-আলামীন মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় তেমন চাওয়া পাওয়া না থাকলেও মেয়ের সুখের কথা চিন্তা করে আসবাবপত্র, নগদ টাকা ও টঙ্গী একটি ওষুধ প্রস্ততকারক কারখানা চাকরি নিয়ে দেন। বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয়ে অশান্তি। নানা সময়ে ছোটখাটো আবদার শুরু হয়ে মেয়ের শ্বশুর বাড়ির লোকের। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাতে আনুমানিক পৌনে ১১টার দিকে মেয়ের শ্বশুর কালাম মিয়া নিপার গুরুতর অসুস্থতার কথা জানালে আমি হাসপাতালে নিয়ে যেতে বলে। এর পরপরই টঙ্গী একটি স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। পরে হাসপাতালে গিয়ে দেখি মেয়ে গলায় ও শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদ মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শ্বশুর ও দেবরকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৫২:৩৮   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ