ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ৪ মার্চ ২০২২



---

আজ ৪ মার্চ ২০২২, ১৯ ফাল্গুন ১৪২৮, ৩০ রজব ১৪৪৩, শুক্রবার।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১১৫২ - ফ্রেডেরিক বারবারোসা জার্মান রাজা নির্বাচিত হন।
১৩৮৬ - ভ্লাদিস্লভ দ্বিতীয় পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।
১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৬৬৫ - ইল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৭৮৪ - ফ্রান্সিস গ্লাডুইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশ হয়।
১৭৮৯ - মার্কিন সংবিধান কার্যকর হয়।
১৮২৩ - গ্রিসের সেনারা ত্রিপোলিৎজা শহরে ১২ হাজার মুসলমানকে হত্যা করে।
১৮৩৬ - লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।
১৮৪৮ - অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরির স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৮৫৭ - কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়।
১৮৭৯ - নারীদের জন্য উচ্চশিবা প্রসারের লৰ্যে কলকাতায় ‘বেথুন কলেজ’ প্রতিষ্ঠিত হয়।
১৯১৯ - কমিনটার্ন (কমিউনিস্ট আন্তর্জাতিক) গঠিত হয়।
১৯৩১ - বন্দি মুক্তি দিবসে গান্ধী-আর উইন চুক্তি স্বাক্ষর।
১৯৩৩ - ফ্রাঙ্কলিন ডেলানোর রুজাভেল্টের অভিষেক।
১৯৫১ - নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু।
১৯৭০ - ভূমধ্যসাগরের বিভিয়েরায় ৫৭ যাত্রীসহ একটি ফরাসি ডুবোজাহাজ নিখোঁজ।
১৯৭১ - রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয়।
১৯৭২ - স্বাধীন বাংলাদেশে প্রথম এক টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয় ।
১৯৭৭ - রুমানিয়ায় ভূমিকম্পে সহস্রাধিক লোক নিহত। ব্যাপক ধ্বংসযজ্ঞ।
১৯৮৮ - সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ।
১৯৯০ - দক্ষিণ আফ্রিকার সিসকেইয়ের সরকার উৎখাত।
১৯৯১ - ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু।
১৯৯৮ - পাকিস্তানে আকস্মিক বন্যায় ৩০০ লোক নিহত। দেড় হাজার নিখোঁজ।

জন্ম:
১৮৫৬ - বিদুষী কবি তরু দত্তের জন্ম।
১৯৩২ - গ্র্যামি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার গায়িকা মিরিয়াম মাকেবার জন্মগ্রহণ করেন।
১৯৬৫ - একজন বাংলাদেশি লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক জন্মগ্রহণ করেন।

মৃত্যু:
১১৯৩ - ককুর্দিশ সুলতান সালাউদ্দিন মৃত্যুবরণ করেন।
১৫৫২ - দ্বিতীয় শিখ গুরু অঙ্গদের মৃত্যু।
১৮৫২ - রুশ সাহিত্যিক নিকোলাই গোগোলের মৃত্যু।
১৯২৫ - চিত্রশিল্পী, সংগীতজ্ঞ ও নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন।
১৯৪১ - মার্কিন ঔপন্যাসিক শের উড অ্যান্ডারসন মৃত্যুবরণ করেন।
১৯৬৩ - মার্কিন চিকিৎসক ও কবি উইলিয়াম কার্লোস উইলিয়ামের মৃত্যু।
১৯৬৭ - ইরানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিবিদ ড. মোহাম্মাদ মোসাদ্দেক ইন্তেকাল করেন।
১৯৭৬ - ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায় পরলোকগমন করেন।
১৯৯০ - ইরানের বিখ্যাত গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আলী শাফায়ী ইন্তেকাল করেন।
১৯৭৮ - সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন ইন্তেকাল করেন।
১৯৮৩ - অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় পরলোকগমন করেন।
২০১১ - নেদারল্যান্ডসের নোবেলবিজয়ী চিকিৎসক সাইমন ভ্যান ডের মার মৃত্যুবরণ করেন।
২০১২ - মার্কিন অভিনেতা এবং লেখক জন টেলর মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১২:০১:১১   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ