বাগেরহাটে স্কুলশিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেপ্তার আরও ২ জন

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে স্কুলশিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেপ্তার আরও ২ জন
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২



---

বাগেরহাটের কচুয়ায় নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে চট্রগাম মহানগরীর পতেঙ্গা উপজেলা থেকে এই মামলার প্রধান আসামি মো. সজীব মোল্লাকে (২৫) র‌্যাব-৬ খুলনার একটি দল গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২ মার্চ) বিকেলে মো. সজীব মোল্লাকে কচুয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এ ছাড়া মঙ্গলবার রাতে ঢাকার কামরাঙ্গির চর এলাকা থেকে টিপু শেখ (২৩) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

এর আগে ঘটনার দুই দিন পর শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এজাজুল মোল্লা নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে স্কুলশিক্ষার্থী ধর্ষণ মামলায় চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।

গ্রেপ্তার মো. সজীব মোল্লা কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার বারেক মোল্লার ছেলে এবং টিপু শেখ (২৩) একই গ্রামের ইউসুফ শেখের ছেলে।

কুচয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ সচেষ্ট ছিল। আসামিরা পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকার কামরাঙ্গির চর এলাকা থেকে টিপু শেখকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে র‌্যাব মো. সজীব মোল্লা নামে আরেক আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আজ (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ওই স্কুলছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের স্থানীয় চার বখাটে ওই ছাত্রীকে ধর্ষণ করে। গুরুত্বর আহত অবস্থায় ২৫ ফেব্রুয়ারি রাতে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি বিকেলে নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কচুয়া থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:১৯   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা
নড়াইল মুক্ত দিবস পালিত
মাগুরায় মাদক বিরোধী অভিযানকালে সড়ক দুর্ঘটনায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

আর্কাইভ