এফডিসিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » এফডিসিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা!
বুধবার, ২ মার্চ ২০২২



---

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছিল গত জানুয়ারি মাসে। কিন্তু শেষ হয়েও যেন শেষ হচ্ছে না এ নির্বাচন। থেকে যাচ্ছে এর রেশ। নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা হাইকোর্ট থেকে এবার চলে গেছে সুপ্রিম কোর্টে।

এসবের মধ্যেই আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএফডিসিতে। এবারের নির্বাচনে অংশ নেবে দীর্ঘদিন ধরে নেতৃত্বহীন থাকা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা মোহাম্মদ ইকবাল।

এ সময় তিনি বলেন, ২১ মার্চ এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১ মার্চ) এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেভাবেই সব আয়োজনের প্রস্তুতি প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছি। সবাই মিলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন কমিশনও গঠিত হয়েছে। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে সমিতি। প্রায় দেড়শ ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। কয়েক দফা নির্বাচনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নানা সংকটে তার আর হয়ে উঠেনি। বর্তমানে এই সমিতি চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে। নির্বাচনের মাধ্যমে এই সমিতি নতুন করে ঘুরে দাঁড়াবে বলেও ধারণা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৫৭   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ