‘নরমাল’ পিজি-সিএমএইচে খালেদার চিকিৎসা অসম্ভব: ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নরমাল’ পিজি-সিএমএইচে খালেদার চিকিৎসা অসম্ভব: ফখরুল
রবিবার, ১৭ জুন ২০১৮



দেশের অন্যতম প্রধান হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল আর সেনা পরিবারের চিকিৎসার জন্য স্থাপন করা সিএমএইচ একেবারেই সাধারণ মানের হাসপাতাল বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, এই দুই হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়।

বিএনপি মহাসচিব এই দুই হাসপাতালের চেয়ে বেসরকারি ইউনাইটেডকে উন্নত হাসপাতাল মনে করছেন এবং সেখানেই তার নেত্রীকে অবিলম্বে স্থানান্তরের দাবি জানিয়েছেন।

ঈদুল ফিতরের পরদিন রবিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছিলেন বিএনপি নেতা। দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানিয়ে ইউনাইটেডে নেয়ার দাবি জানাতেই সাংবাদিকদেরকে ডাকেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রীকে গত ৭ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেলে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা হয়। গত ১০ জুন তাকে আবারও এই হাসপাতালে আনার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এবার বেঁকে বসেছেন খালেদা জিয়া। জানিয়েছেন এই হাসপাতালে তিনি আসবেন না।

তিন দিন চেষ্টার পরও অনঢ় বিএনপি প্রধানকে বাগে আনতে না পেরে বিকল্প প্রস্তাব দেয়। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার কথা বলে সরকার। কিন্তু সেখানেও যাবেন না তিনি-জানিয়ে গিয়েছেন কারা কর্তৃপক্ষকে।

ঈদের আগের দিন বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদেরকে এই তথ্য জানিয়েছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। আজ সেটিই জানালেন ফখরুল।

বঙ্গবন্ধু মেডিকেল এবং সম্মিলিত সামরিক হাসপাতালকে একেবারেই সাধারণ মানের দাবি করে খালেদা জিয়ার শারীরিক সমস্যার জটিলতা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘নরমাল কোন হাসপাতালে তার চিকিৎসা করা সম্ভব নয়। এটা স্পেশালাইজড ভাবেই করতে হবে, কিন্তু সরকার তাতে রাজি হচ্ছে না।’

বিএনপি প্রধানের শারীরিক সমস্যার জটিলতা তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘তার ঘাড়ের ব্যাথা, কোমরের ব্যাথা বা পায়ের তলা পর্যন্ত বিস্তৃত এটা খুব মারাত্মক। ওনার দুই হাঁটু প্রতিস্থাপন করা।’

খালেদা জিয়ার শারিরীক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়েছে দাবি করে ফখরুল বলেন, ‘ব্যক্তিগত কাজ করার জন্যও তার সাহায্যের প্রয়োজন হচ্ছে।’

ঈদের দিন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্বজনরা এটা দেখেছেন বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য অচিরেই হাসপাতালে শিফট করতে হবে। তার আস্থা আছে ইউনাইটেড হাসপাতালে, সেখানেই তাকে শিফট করতে হবে।’

এক প্রশ্নে ফখরুল বলেন, ‘সরকার জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছে পিজিতে (বঙ্গবন্ধু মেডিকেলকে সাবেক পিজি হাসপাতাল বলে উল্লেখ করেন বিএনপি নেতারা) নেবে, সিএমইচ-এ নেবেন। আমরা এই দেশের জনগণ, আমাদের সিএমইচ এর অভিজ্ঞতাও আছে পিজিরও আছে।’

বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসার করা না করায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গী রয়েছে বলেও দাবি করেন বিএনপি নেতা। বলেন, ‘আমাকে তিনবার কাশিমপুর থেকে পাঠিয়েছে, তিনবারই আমাকে ভর্তি নেয় নাই। এর পরে হাইকোর্টে রিট করে আমাকে ভর্তি হতে হয়েছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, খালেদা জিয়ার কিছু হলে এর দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে। কারণ এই সরকারের জেল কাস্টডিতে তিনি আছেন।

বিএনপি প্রধান কোনো সাধারণ মানুষ নন জানিয়ে ফখরুল বলেন, তিনি কোনো নির্বাচনে হারেননি, তিন বারের প্রধানমন্ত্রীও ছিলেন। তার সঙ্গে যে আচরণ করা হচ্ছে, সেটি কোনো সভ্য সমাজের হতে পারে না।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তিও দাবি করা হয়। নইলে আন্দোলন করে তাকে কারাগার থেকে বের করে আনার কথাও বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘এখনও সময় আছে তাদের (সরকারের) শুভবুদ্ধির উদয় হোক, ম্যাডামকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করেন, তাকে রিলিজ করেন এবং দেশে একটা গণতান্ত্রিক আবহ সৃষ্টি করেন। অন্যথায় এর দায়দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সে দিন আর বেশি দূরে নয়, অতীতের ন্যায় এর জবাব আপনাদের জনগণের কাছেই দিতে হবে।’

বাংলাদেশ সময়: ১৬:১৩:৩১   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ