শিক্ষা, মেধা ও দক্ষতা সুসংহত করে নারী সমতা নিশ্চিত করতে হবে - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা, মেধা ও দক্ষতা সুসংহত করে নারী সমতা নিশ্চিত করতে হবে - স্পীকার
মঙ্গলবার, ১ মার্চ ২০২২



---

ঢাকা, ১ মার্চ ২০২২: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সারাবিশ্বে নারীরা বর্তমানে অনেক বেশি অগ্রগামী কেননা তারা তাদের নিজস্ব অবস্থান প্রতিটি ক্ষেত্রেই করে নিয়েছেন। শিক্ষা, মেধা ও দক্ষতা সুসংহত করে নারী সমতা নিশ্চিত করা জাতীয় প্রয়োজন। এক্ষেত্রে, ‘অপরাজিতা ২০২২’ সম্মাননা নারীদের এগিয়ে যাওয়ার পথকে আরো সুন্দর ও মসৃণ করবে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাঘ বাংলা এন্টারটেইনমেন্টের উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ অনুষ্ঠিত ‘অপরাজিতা ২০২২’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পীকার আজ এসব কথা বলেন। এসময়, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে রোকেয়া কবীর, ভাষা-সাহিত্য ক্যাটাগরিতে কথা সাহিত্যিক নাসরীন জাহান, শিল্প-সংস্কৃতিতে কনক চাঁপা চাকমা, উদ্যোক্তা নারী হিসেবে বিজিএমইএ’র সাবেক সভাপতি রুবানা হক, বিনোদন ক্যাটাগরিতে অভিনয় শিল্পী অপি করিম, তথ্যপ্রযুক্তিতে ডা. তানজিবা রহমান, তৃণমূলের আলোকিত নারী হিসেবে মিলন চিসিম এবং খেলায় জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় সালমা খাতুনকে ‘অপরাজিতা ২০২২’ সম্মাননা প্রদান করা হয়।

স্পীকার বলেন, রাজনীতির শীর্ষ অবস্থানগুলোতে আজ নারীদের ক্ষমতায়ন দৃশ্যমান, যার মধ্যে অন্যতম নেতৃত্ব আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনন্য অসাধারণ অবদান রেখে চলেছেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা তার মূল লক্ষ্য। প্রত্যন্ত অঞ্চলে আজ নারীশিক্ষায় ব্যাপক অগ্রগতি হয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো বিদ্যমান আছে সেগুলো থেকে উত্তরণে সকলের সহযোগিতা প্রয়োজন। নারীদের নিরাপদ কর্মপরিবেশ, যাতায়াতক্ষেত্রে নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলোতে সকলের আরো মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মো. মহিউদ্দিন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি এস এম মইনুল কবির ও বাঘ বাংলা এন্টারটেইনমেন্টের এমডি শাকিল ইবনে সুলতান। অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সাংবাদিক-লেখক মুস্তাফিজ শফি ও কবি আলফ্রেড খোকন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৩:১৯   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ