স্বজনদের সঙ্গে ঈদের দিন প্রায় দুই ঘণ্টা কাটল খালেদা জিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বজনদের সঙ্গে ঈদের দিন প্রায় দুই ঘণ্টা কাটল খালেদা জিয়ার
রবিবার, ১৭ জুন ২০১৮



পবিত্র ঈদের দিন কারাগারে স্বজনদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটিয়েছেন এবং স্বজনদের ঘরে তৈরি করা খাবার খেয়েছেন। যদিও দলের নেতাদের খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি, তবে তার আত্মীয়সহ ২০ জনের একটি দল দুপুর সোয়া দুইটার দিকে রান্না করা খাবার, নতুন কাপড় ও ফুল নিয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

তাদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ এস্কান্দরের স্ত্রী নাসরিন এস্কান্দার ও তার ছেলে শামস এস্কান্দার, শাফিন এস্কান্দার, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক এস্কান্দার, এরিক এস্কান্দার, ভাগ্নি অরনি এস্কান্দার, অনন্যা এস্কান্দার, শাফিয়া ইসলাম, ভাগিনা সাইফুল ইসলাম ডিউক, মো. মেহরাব, মো. আল মামুন,তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু, তার স্বামী শফিউজ্জামান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, গুলশানের বাসা ‘ফিরোজা’র গৃহকর্মী ও গাড়ি চালক। তারা ৪টা ৪০ মিনিটের দিকে কারাগার থেকে বের হয়ে আসেন।

কারা সূত্র জানায়, খালেদা জিয়া অন্যান্য দিন বেলা দেড়টার দিকে দুপুরের খাবার খান। তবে ঈদের দিন তিনি আত্মীয়দের আনা ঘরে তৈরি খাবার খাওয়ার অপেক্ষায় ছিলেন।

নিজের কক্ষ থেকে অসুস্থ শরীর নিয়ে খালেদা জিয়া আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাতের জন্য আসেন তখন হাঁটতে পারছিলেন না, তাকে দুই পাশ দিয়ে দুই জন ধরে নিয়ে আসেন সাক্ষাতের নির্ধারিত কক্ষে। বিএনপি প্রধানের নিকট আত্মীয়রা সাক্ষাতের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শনিবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করতে যাওয়া একজন স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, খালেদা জিয়ার সাথে ঈদের দিন কারাগারে দেখা হওয়ায় পরিবারের সদস্যরা আবেগাক্রান্ত হয়ে পড়েন। তবে খালেদা জিয়ার মনোবল অটুট ছিল এবং তিনি তাদের ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। বেগম খালেদা জিয়া দেখা করতে যাওয়া শিশুদের আদর করেন এবং সবার খোঁজখবর নেন।

কারা সূত্র আরো জানায়, সকালে খালেদা জিয়াকে সেমাই, মিষ্টি ও জর্দা ভাত দেওয়া হয়েছিল, তবে তিনি কোনো খাবার খাননি। তিনি স্বজনদের নিয়ে যাওয়া খাদ্য দিয়ে দিনের প্রথম খাবার খান।

এর আগে বিএনপির সিনিয়র নেতাবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যানরা বেলা সোয়া ১২টায় দিকে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারের যাওয়ার চেষ্টা করেন। তবে সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষের অনুমতি না থাকায় জেলগেট থেকে আধা কিলোমিটার দূরে নেতাকর্মীদের আটকে দেয় পুলিশ।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিন দিন আগে কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। সাধারণত ঈদের দিন কারাবন্দীদের তাদের কাছের মানুষদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। কিন্তু পুলিশ আমাদের প্রিয় নেত্রীর সাথে সাক্ষাতের অনুমতি দেয়নি। এটা খুবই দুঃখজনক।’

মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা কারাগারের কাছে যান। এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা নেতা-কর্মীরাও সেখানে ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। ওইদিন থেকেই তিনি পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:১১   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ