স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ৪
মঙ্গলবার, ১ মার্চ ২০২২



---

ঝালকাঠিতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) রাতভর জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটেছে। ছাত্রীটির মা এ ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

মামলার বরাত দিয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, জেলার শহরের একটি স্কুলের অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রীর সঙ্গে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্বপরিচিত রাব্বি নামের এক যুবক রোববার সন্ধ্যায় ওই ছাত্রীকে মোবাইলে কল দিয়ে বাসা থেকে ডেকে এনে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নামের আবাসিক হোটেলে নিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে। পরে মেয়েটি থানায় এসে বিষয়টি পুলিকে জানায়।

পুলিশ সোমবার দিনভর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। আটককৃতরা হলো- বরিশাল জেলার বেকেরগঞ্জ উপজেলার জসিম সরদারের ছেলে বাসের হেলপার রাব্বি সরদার (১৯), পিরোজপুর জেলার কাউখালি উপজেলার আমড়াঝুড়ি গ্রামের সাহাজ সরদারের ছেলে মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন (৩০), ভাড়ায় নেওয়া আবাসিক হোটেলটির মালিক ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠী এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে চাঁন মিয়া এবং মেয়েটির কথিত প্রেমিক ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় গ্রামের আনিস মল্লিকের ছেলে মোস্তাকিম রনি (২২)। তবে মেয়েটির মা রনি ছাড়া বাকি তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেছেন।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মেয়েটির প্রেমিক মোস্তাকিম রনিকেও গ্রেফতার করেছে। সদর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম আরও জানান, মেয়েটিকে দুজন পালাক্রমে ধর্ষণ করে। আরেকজন ধর্ষণে চেষ্টা ও সহায়তা করে। মেয়েটিকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা জন্য নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭:১১:৩১   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ