আইনি জটিলতায় বন্ধ কঙ্গনার ‘লক আপ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইনি জটিলতায় বন্ধ কঙ্গনার ‘লক আপ’
রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২



---

আইনি জটিলতার মুখে পড়েছে কঙ্গনা রানাওয়াত সঞ্চালিত এবং একতা কাপুর প্রযোজিক রিয়্যালিটি শো ‘লক আপ’। হায়দ্রাবাদ সিভিল কোর্ট স্থগিতাদেশ জারি করেছে এই শো-এর উপর। ফলে প্রোমোশন থেকে বদলে গেল শো শুরুর তারিখ।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) শুরু হওয়ার কথা ছিল এই শো। তার বদলে এখন বলা হচ্ছে, ‘শিগগির আসছে’। কিন্তু কী এমন ঘটেছে, যার ফলে স্থগিতাদেশ জারি করা হলো এই শো-এর উপর?

সানোবার বেইজ নামের এক ব্যক্তি কঙ্গনার ‘লক আপ’ নামে ওই শো-এর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। তার বক্তব্য, এই শো-টির পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল এবং শো-টির জন্য তিনি এবং তার সহকর্মীরা দীর্ঘ দিন ধরে কাজও করছেন।

সানোবার জানান, লকডাউনের জন্য সেই কাজ সম্পূর্ণ হয়নি। কিন্তু এই শো-এর পরিকল্পনা তাদের করোনাকালের আগে থেকেই। তার সপক্ষে তাদের হাতে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন।

সানোবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা এই শো-টির কাজ নিয়ে অনেক দূর এগিয়ে গেছেন। তারা ‘দ্য জেল’ নামে এই একই পরিকল্পনার শো তৈরি করছেন। তার অভিযোগ, একতা কাপুরের শো তাদের শো-এর ধারণা থেকেই তৈরি।

এর পরই আদালতের তরফ থেকে কঙ্গনার ‘লক আপ’-এর উপর স্থগিতাদেশ জারি করা হয়। একতা কাপুরের প্রযোজনা সংস্থা, ওটিটি মাধ্যম এবং সহযোগী সংস্থাদের জানানো হয়েছে, আপাতত যেন শো-টি দেখানো না হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৩০   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ