মেসি অবিশ্বাস্য, ব্যতিক্রমী ও দুর্দান্ত

প্রথম পাতা » খেলা » মেসি অবিশ্বাস্য, ব্যতিক্রমী ও দুর্দান্ত
রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২



---

গোলের দেখা না পেয়েও উজ্জ্বল লিওনেল মেসি। দুই অ্যাসিস্ট করেছেন, দলও পেয়েছে দারুণ জয়। সেন্ট এতিয়েনকে হারিয়েছে ৩-১ গোলে। এই ম্যাচের পর প্যারিস সেইন্ট জার্মেইঁ কোচ মাওরোসিও পচেত্তিনো বলেছেন, মেসিকে নিয়ে কোনো বিতর্ক পছন্দ না তার।

এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করেন এমবাপে। দুটি বলই পান মেসির কাছ থেকে। চলতি বছর এটি মেসির ষষ্ঠ অ্যাসিস্ট-ইউরোপের শীর্ষ লিগগুলোতে তার চেয়ে বেশি অ্যাসিস্ট করেননি কোনো ফুটবলার। এমবাপেকে লিগ ওয়ানে চারবার অ্যাসিস্ট করেছেন মেসি, এটিও একজন নির্দিষ্ট ফুটবলারকে করা সবচেয়ে বেশি অ্যাসিস্ট।

সব মিলিয়ে মেসিকে নিয়ে কোনো সমালোচনার জায়গা দেখেন না পচেত্তিনো। বলেছেন, ‘আমি বুঝতে পারি না কেন মেসিকে নিয়ে বিতর্ক হয়; কারণ সে ব্যতিক্রমী। মেসিকে নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না, এটা অসম্ভব। মেসি অবিশ্বাস্য, দুর্দান্ত। সে খুব ভালো খেলছে, একমাত্র যে জিনিসটা পাচ্ছে না, সেটা হচ্ছে একটা গোল।’

পিএসজির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন কিলিয়ান এমবাপে। ১৫৬ গোল করে জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গী তিনি। চলতি মৌসুমে ১৪ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন বিশ্বজয়ী তারকা। দুই জায়গাতেই দুই অঙ্ক ছাড়ানো একমাত্র ফুটবলারও তিনি।

এমবাপেকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ পচেত্তিনো। বলেছেন, ‘কিলিয়ান ভালো আছে। তার কোনো সমস্যা নেই। সে নিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবে না আর এক সপ্তাহ সুযোগ পাবে কাজ করার। মাদ্রিদের বিপক্ষে শুরু থেকে খেলতে তৈরি থাকবে। আমরা তাকে পেয়ে খুব খুশি। তাকে নিয়ে গর্বিত। সে অনন্য, অসাধারণ।’

এতিয়েন ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে পচেত্তিনো বলেছেন, ‘আমি খুশি কারণ ভালোভাবে ম্যাচটা শেষ করতে পেরেছি। দ্বিতীয়ার্ধে যেভাবে খেলতে চেয়েছি সেভাবেই খেলেছে দল। কিলিয়ান দুর্দান্ত ফুটবলার। মেসি, নেইমারও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

নিজেদের উন্নতি নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘এটা একটা প্রক্রিয়া, ছোট পদক্ষেপ। আমি এটাতে খুশি। এভাবেই আমাদের উন্নতি করতে হবে। এমনকি আমাদের অনুশীলনের সময় আত্মবিশ্বাস থাকে। দল টেকনিক্যালিও সমৃদ্ধি অর্জন করছে।’

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৫৮   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ