দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিবেশীর সাথে বন্ধুত্ব - তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিবেশীর সাথে বন্ধুত্ব - তথ্যমন্ত্রী
শনিবার, ২ জুন ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রতিবেশীর সাথে শত্রু-শত্রু
খেলার কূটকৌশল নয়, দেশের স্বার্থ অক্ষুণœ রেখে বন্ধুত্বই প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নীতি।

কুষ্টিয়ায় নিজ নির্বাচনী এলাকা সফররত তথ্যমন্ত্রী আজ সকালে জেলা
সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর
সাম্প্রতিক ভারত সফরের সূত্র ধরে এক প্রশ্নের জবাবে একথা বলেন।
অতীতের সামরিক-সাম্প্রদায়িক সরকারগুলোর প্রতিবেশীর সাথে শত্রু-শত্রু
খেলার নীতি ঝেড়ে ফেলে শেখ হাসিনা বন্ধুত্বের মাধ্যমে সমাধানের নীতি
গ্রহণ করে অনন্য সফলতা এনেছেন, বলেন হাসানুল হক ইনু।
ভারত প্রসঙ্গে এসময় প্রধানমন্ত্রীর বক্তব্য পুনর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন,
‘আমরা অবশ্যই ভারতকে বন্ধুত্ব দিতেই থাকব। আর বন্ধুত্বপূর্ণ আলোচনার
টেবিলেই যে দ্বিপাক্ষিক বিষয়গুলোর সমাধান সম্ভব, শেখ হাসিনা তা প্রমাণ
করেছেন। তিস্তা পানি বণ্টন সমাধানে নরেন্দ্র মোদীর ইতিবাচক সাড়া আদায়,
দু’দেশের সমুদ্রসীমার সঠিক নির্ধারণ, দীর্ঘ প্রতীক্ষিত ছিটমহল বিনিময়
-এসব শেখ হাসিনার বন্ধুত্বপূর্ণ নীতিরই যুগান্তকারী অর্জন, বলেন তিনি।
এরপর স্থানীয় মিরপুর উপজেলার হালসা ডিগ্রি কলেজ ও তালবাড়িয়া উচ্চ
বিদ্যালয়ে পৃথক দুই সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাসানুল হক
ইনু বলেন, ‘বিএনপি গণতন্ত্র বা আইন-আদালতের ধার ধারে না। বিচার বিভাগ
খালেদা জিয়ার জামিন মঞ্জুর করলে তারা মিষ্টি খান, আর স্থগিত করলে সরকারকে
গালি দেন। আদালত মানা, না মানার এই দ্বৈত নীতি গণতন্ত্রের জন্য ভালো খবর নয়,
বরং রাজনীতিকে দুর্নীতিগ্রস্ত করারই চক্রান্ত।’
এদিন বিকেলে উপজেলার নিমতলা বিল আমলা গ্রামে নতুন বিদ্যুৎ
সংযোগ উদ্বোধন ও মিটার বিতরণ করেন মন্ত্রী।
কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা
জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ, জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তথ্যমন্ত্রীর সাথে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:২১   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ