রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫

প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



---

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র কমান্ডারসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। গ্রেফতার সবাই হত্যাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (২৯ জানুয়ারি) রাতে র‍্যাব-১৫, পুলিশ, এপিবিএন-৮ ও ১০-এর সদস্যরা উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের এল/৩ ব্লকের বাসিন্দা ও ‘আরসা’র গ্রুপ কমান্ডার ডা. রফিক, একই ক্যাম্পের এল/১১ ব্লকের মোহাম্মদ রফিক, ১২ নম্বর ক্যাম্পের এইচ/১৩ ব্লকের রফিক উল্লাহ, একই ক্যাম্পের নুরুল আমিন ও ৫ নম্বর ক্যাম্পের খাইরুল আমিন।

গ্রেফতার সদস্যদের পরে সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার সবাই এজাহারভুক্ত আসামি এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সদস্য।’

তিনি আরও বলেন, আসামিদের মধ্যে ডা. রফিক সংগঠনটির গ্রুপ কমান্ডার। তিনি আহত সদস্যদের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে থাকেন। তার বিরুদ্ধে ক্যাম্পের শাহাব উদ্দিনকে হত্যার ঘটনায় মামলা রয়েছে। অন্যান্যদের বিরুদ্ধেও হত্যা মামলা রয়েছে। আসামিদের উখিয়া থানায় স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০১:২৫   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কক্সবাজার’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
গুলি করে রোহিঙ্গা নেতাকে হত্যা
কক্সবাজারে আওয়ামী লীগের সম্মেলন শুরু
২০২৪ সালের জানুয়ারির ১লা সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী
সমুদ্র নিরাপত্তায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ