গণতান্ত্রিক ধারা বজায় ছিল বলেই দেশের উন্নতি হয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতান্ত্রিক ধারা বজায় ছিল বলেই দেশের উন্নতি হয়েছে: প্রধানমন্ত্রী
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



---

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা ধারাবাহিকভাবে বজায় ছিল বলেই আজ দেশের উন্নতি হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে হবে।

সোমবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন ১১টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। এ সময় ২০০৯ সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজ শুরু করেন বঙ্গবন্ধু; কিন্তু তাকে হত্যার পর থেমে যায় দেশের উন্নয়ন। কারণ যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, যারা বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাপ্রধান হলেন তিনিই একদিন নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিলেন। এই ঘোষিত রাষ্ট্রপতি ও অনির্বাচিত লোক দিয়ে দেশের উন্নয়ন হয় না, এটা প্রমাণিত সত্য। ২১ বছরে দেশের উন্নয়নটা হতে পারেনি।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে সরকারে আসার পর জনগণের সেবক হিসেবে কাজ করেছি। অন্ততপক্ষে আমরা জনগণের উন্নয়ন করতে পেরেছিলাম। বিদ্যুৎ ও সাক্ষরতার হার বাড়িয়েছিলাম; খাদ্য উৎপাদনও বাড়ানো হয়েছিল।

শেখ হাসিনা বলেল, ‘দ্বিতীয়বার আবার ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে রূপকল্প ২০২১ ঘোষণা করে সরকার গঠন করি। আমাদের পরিকল্পনা অনুসারে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেশকে। যার কারণে ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আজ দেশের উন্নতি হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল বলেই।’
তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সরকারে ছিল বলেই, দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। যদি ধারাবাহিকভাবে গণতান্ত্রিক ধারা না থাকত, এ দেশ কিন্তু এত উন্নত হতে পারত না।

গত ১৪ বছরে দেশের সব শ্রেণির মানুষের উন্নয়ন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে কিছুতেই সম্ভব হতো না এ উন্নয়ন।
প্রধানমন্ত্রী আরও বলেন, কোভিড মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারাবিশ্ব যখন মন্দার মুখে তখনও অর্থনীতির গতিধারা ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। তবে সরকার কেবল আর্থ-সামাজিক উন্নয়ন নয়, প্রাকৃতিক পরিবেশ রক্ষায়ও কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম কেবল রাজধানী কেন্দ্রিক নয়, একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত।

এরপর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন ১১টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৫৪   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ