বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই

প্রথম পাতা » অর্থনীতি » বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



---

শীত মৌসুম আসলেই নতুন নতুন সবজি বাজারে ওঠে। সবজির দাম কমে যায় এবং ক্রেতারা খুশি মনে সবজিগুলো কিনতে পারে। কিন্তু চলতি শীতে কোনো সবজির দাম খুব একটা কমেনি, বরং কিছুটা বেড়েছে। এখন বাজারে প্রতিটি সবজি কেজিপ্রতি ১০ বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। সবজির দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে সাধারণ ক্রেতারা।

তারা বলছেন, আগের মতো এখন আর বাজার করতে পারি না। কারণ, সবকিছুর দাম বেশি। আগে শীত শুরু হলে সবজির দাম কমে যেত, কিন্তু এখন উল্টো।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, গ্রামাঞ্চলের দিকে অতিরিক্ত শীত ও কুয়াশা পড়ছে। ফলে কৃষকরা মাঠ থেকে সবজি তুলতে চাচ্ছেন না। এ ছাড়া বিশ্ব ইজতেমা চলমান থাকায় টঙ্গীতে প্রচুর পরিমাণে সবজির চাহিদা রয়েছে। এজন্য সবজির দাম বেড়ে আর কমেনি।

বাজার ঘুরে দেখে গেছে, ৩০ টাকার টমেটো এখন কেজিতে বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। যে ফুলকপির দাম ছিল ৩০ টাকা, তা এখন আকার ভেদে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পিস প্রতি বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে শিমের দাম। এখন ৪০ থেকে ৫০ টাকায় কেজি প্রতি শিম বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। শালগম ৩০ টাকা ও ঝিঙা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি বরবটি ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা ও নতুন আলু ৩০ থেকে ৩৫ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। অস্বস্তি কাঁচামরিচেও। প্রতি কেজি কাঁচামরিচ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাউয়ের পিস এখন ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ ও পেঁপে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫৩:০২   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ