বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



---

কাতার বিশ্বকাপ শেষ হয়েছে গত মাসের ১৮ তারিখে। মাঝে এক সপ্তাহ বিরতি দিয়ে ক্লাব ফুটবলে ফিরেছে ফুটবলাররা। তবে বিশ্বকাপ শিরোপা জেতায় পিএসজিতে যোগ দিতে আরও কিছুদিন সময় নিয়েছিলেন মেসি। এর মাঝে এমবাপ্পে নেইমারের সঙ্গে মাঠেও নেমেছিলেন। এরপর বিশ্বকাপ বিরতি শেষে পিএসজিতে যোগ দিয়ে একটি ম্যাচ খেলে গোলও পেয়েছেন মেসি। তবে সেই ম্যাচে ছুটিতে ছিলেন এমবাপ্পে। তবে গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন এমবাপ্পে। আর রোববার (১৫ জানুয়ারি) রেনের বিপক্ষে বিশ্বকাপের পর প্রথমবারের মতো একই ম্যাচে দেখা জেতে পারে মেসি, নেইমার ও এমবাপ্পেকে।

গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল মেসির আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে এমবাপ্পেকে নিয়ে নানান ইঙ্গিত করে উদ্‌যাপনও করেছিল তারা। তবে এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানিয়েছেন, তাদের এমন উদ্‌যাপনে তার কিছু আসে-যায় না।

বিশ্বকাপের পর পিএসজি বেশকিছু ম্যাচ খেলেছে। প্রথম দুই ম্যাচে পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। তবে বিশ্বকাপের পর প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় দ্বিতীয় ম্যাচে ছিলেন না নেইমার। এরপর পিএসজি থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান এমবাপ্পে।

এর মাঝে বিশ্বকাপ ছুটি কাটিয়ে পিএসজি শিবিরে যোগ দেন লিওনেল মেসি। ছুটিতে থাকায় মাঝে এক ম্যাচে এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছিলেন নেইমার ও মেসি। তবে এবার পিএসজি শিবিরে ছুটি কাটিয়ে যোগ দিয়েছে এমবাপ্পে। আর মেসি-নেইমারদের সঙ্গে অনুশীলনও করেছেন লিগ ওয়ানের সর্বোচ্চ গোল স্কোরার এমবাপ্পে। আশা করা হচ্ছে, রোববার রেনের বিপক্ষে ম্যাচে পিএসজির এই ত্রীয়কে একাদশে দেখা যাবে। তবে মেসিদের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর এমবাপ্পের প্রতিক্রিয়া কেমন হবে সেটার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

এদিকে লিগে রেনের বিপক্ষে ম্যাচ খেলেই সৌদির উদ্দেশে রওনা দেবে পিএসজি দল। সেখানে ১৯ জানুয়ারি সৌদি ক্লাব আল নাসরের বিপক্ষে ম্যাচ খেলবে মেসি-এমবাপ্পেরা। গত ডিসেম্বরে আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

রেনের বিপক্ষে পিএসজির সম্ভাব্য একাদশ
দোনারুম্মা, হাকিমি, রামোস, মারকুইনহোস, ব্রেনাত, ভিটিনহা, ড্যানিলো পেরেরা, ফ্যাবিয়ান রুইজ, মেসি, এমবাপ্পে এবং নেইমার।

বাংলাদেশ সময়: ১২:২২:২২   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ