মেহেরপুরের গাংনীতে ৬ ডাকাত গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেহেরপুরের গাংনীতে ৬ ডাকাত গ্রেফতার
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২



---

সড়ক অবরোধ করে মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল, অর্থ ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেরপুরের গাংনীবাঁশবাড়িয়া-চিৎলা সড়কে ডাকাতির ঘটনায় গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সদর থানার উত্তর শালিকা গ্রামের আবেদ আলীর ছেলে আল আমিন (২৫), শ্যামপুর উত্তরপাড়ার আব্দুল বারীর ছেলে মিলন হোসেন (২৮), মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুল জোয়ার্দ্দারের ছেলে আরিফুল ইসলাম খোকন ওরফে প্রতীক (২৬), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শাকিল (২২), পুরুন্দপুর গ্রামের বাছাদ আলীর ছেলে সবুজ(২৫) একই গ্রামের সেলিমের ছেলে শামিম রেজা ওরফে শিপন (২৬)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, গত বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় চিৎলা গ্রামের আরমান শেখের ছেলে কামরুজ্জামান তার স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চিৎলা গ্রামে যাওয়ার পথে সংঘবদ্ধ ডাকাতদল পথরোধ করে। এরপর তাদের গাছের সঙ্গে বেঁধে মোটরসাইকেল, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে নির্বিঘ্নে চলে যায়।

এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে পরদিন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ডাকাতি ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নামে। তদন্তের সূত্র ও প্রযুক্তির ব্যবহার করে পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে এসআই শাহিন, এসআই নুর, এসআই রাতুল, এএসআই আল আমিন মামুন অর রশিদসহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ডাকাতদলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেফতারকৃত ৬ ডাকাতের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৫   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ