বছরে ১৩ লক্ষাধিক গাড়ি বিক্রি টেসলার

প্রথম পাতা » আন্তর্জাতিক » বছরে ১৩ লক্ষাধিক গাড়ি বিক্রি টেসলার
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩



---

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা এক বছরে গাড়ি বিক্রির রেকর্ড করেছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ২০২২ সালে ১৩ লাখ ১০ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে। খবর সিএনবিসির।

টেসলার প্রকাশিত তথ্যানুসারে, ২০২২ সালের শেষ তিন মাসে অর্থাৎ চতুর্থ প্রান্তিকে টেসলা গাড়ি উৎপাদন করেছে ৪ লাখ ৩৯ হাজার ৭০১টি। এর মধ্যে বিক্রি হয়েছে ৪ লাখ ৫ হাজার ২৭৮টি। বছরজুড়ে দারুণ বিক্রির ফল মিলেছে হাতেনাতে। টেসলা ২০২১ সালের তুলনায় অন্তত ৪০ শতাংশ বেশি বিক্রি করতে পেরেছে।

চতুর্থ প্রান্তিকে টেসলার সর্বাধিক বিক্রীত গাড়ি ছিল সেডান মডেল থ্রি এবং মডেল ওয়াই। এই দুটি মডেলের ৩ লাখ ৮৮ হাজার ১৩১টি গাড়ি বিক্রি করেছে টেসলা এবং মডেল এক্স স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) বিক্রি করেছে ১৭ হাজার ১৪৭টি।

বাজারবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান রেফিনিটিভ ডেটা বলছে, মার্কিন শেয়ারবাজারের বিশ্লেষকদের অনুমান ছিল টেসলা ২০২২ সালে ৪ লাখ ৩১ হাজার ১১৭টি গাড়ি বিক্রি করতে সক্ষম হবে। তবে সে পরিমাণ গাড়ি বিক্রি করতে না পারলেও কাছাকাছি ছিল।

উল্লেখ্য, ২০২২ সালে টেসলা অন্তত ১৩ লাখ ৭০ হাজার বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করেছিল। উৎপাদনের বিপরীতে মোট বিক্রি হয়েছে ১৩ লাখ ১০ হাজার। ২০২১ সালে একই সময়ে অর্থাৎ চতুর্থ প্রান্তিকে টেসলা গাড়ি বিক্রি করেছিল ৩ লাখ ৮ হাজার ৬০০টি।

বাংলাদেশ সময়: ১০:১২:০৮   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ