তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চেয়েছে বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চেয়েছে বাংলাদেশ
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২



---

তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি দ্রুত সমাপ্তির পাশাপাশি অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে ভারতের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ সময় তিনি অমীমাংসিত বিষয়গুলো সমাধানে সহযোগিতা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই পররাষ্ট্রসচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করার পাশাপাশি দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ককে আরও গভীর করার জন্য একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকে মোমেন-শ্রিংলা অর্থনৈতিক ও বাণিজ্যিক খাত, সীমান্ত ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ দমন, পানি বণ্টন, কানেকটিভিটি ও মানুষে মানুষে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার জন্য একযোগে কাজ করার বিষয়ে জোর দেন। সামনের মাসগুলোতে উচ্চ পর্যায়ের সম্ভাব্য সফর নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যতে কী কী বিষয়ে আরও বেশি সম্পৃক্ত হওয়া যায় সেটি নিয়ে কথা হয়েছে দুই পক্ষের।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস ও রেল যোগাযোগ পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার জন্য ভারতের পররাষ্ট্র সচিবের প্রতি আহবান জানান তিনি।

ভারতের পররাষ্ট্রসচিব জাতিসংঘসহ বিভিন্ন প্লাটফর্মে একে অপরকে সমর্থন করার বিষয়ে দেশটিরে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:০১   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ