লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস

প্রথম পাতা » কক্সবাজার » লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



---

কক্সবাজারের টেকনাফে লুঙ্গিতে বাঁধা পোটলা থেকে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ওই মাদকের মূল্য পাঁচ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০২ জানুয়ারি) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদী এলাকা থেকে ওই মাদকগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় তারা পুরাতন লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোটলা ফেলে অন্ধকারের মধ্যে নাফ নদী সাঁতরে মিয়ানমারের ভেতরে নাকফোরা এলাকায় পালিয়ে যান।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া পোটলা তল্লাশি করে এক কেজি ৬৫ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে। আইনি কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:২০:২৬   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কক্সবাজার’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
গুলি করে রোহিঙ্গা নেতাকে হত্যা
কক্সবাজারে আওয়ামী লীগের সম্মেলন শুরু
২০২৪ সালের জানুয়ারির ১লা সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী
সমুদ্র নিরাপত্তায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ