৫০ টাকার স্মারক নোট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫০ টাকার স্মারক নোট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



---

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের শুভ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের মুদ্রণ করা ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধন করে সুধী সমাবেশ শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রধানমন্ত্রীর হাতে স্মারক নোট তুলে দেন।

স্মারক নোট অবমুক্ত করার আগে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের শুভ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের প্রকাশিত স্মারক ডাকটিকিট ও প্রথম দিনের কভার উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মো. মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং এ অধিদফতরের মহাপরিচালক মো. হারুনর রশিদ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এ নোট অবমুক্ত করার পর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখায় স্মারক নোটটি পাওয়া যাবে।

শুধু খামসহ স্মারক নোটটির মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিমি X ৬০ মিমি পরিমাপের এই স্মারক নোটের সম্মুখভাগের বাঁপাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে। আর নোটের পেছনভাগে মেট্রোরেলের আরেকটি ছবি সংযোজন করা হয়েছে।

নোটের সম্মুখভাগে শিরোনাম ‘বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল’ এবং পেছনভাগে ইংরেজিতে ‘মুভিং পিপল, সেভিং টাইম অ্যান্ড এনভায়রনমেন্ট’ মুদ্রিত রয়েছে।

নোটের সম্মুখভাগে ওপরে ডান ও বাম কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘50’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং ওপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে।

নোটের পেছনভাগে ওপরে বাম কোণে ইংরেজিতে ‘50’ এবং নিচে বাম কোণে বাংলায় ‘৫০’ লেখা রয়েছে। এ ছাড়া নোটের ওপর ডান কোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে ডানপাশে ইংরেজিতে ‘ফিফটি টাকা’ ও ‘বাংলাদেশ ব্যাংক’ লেখা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৩৬   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ