দুর্নীতি পায়নি এখন ভাড়া নিয়ে কথা বলছে বিরোধীরা: সেতুমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতি পায়নি এখন ভাড়া নিয়ে কথা বলছে বিরোধীরা: সেতুমন্ত্রী
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



---

স্বপ্নের মেট্রোরেল নিয়ে কোনো দুর্নীতির কথা বলতে না পেরে বিরোধীরা (বিএনপি) এখন ভাড়া নিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন কাদের।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি পায়নি। অন্য কিছু পায় না; এখন বলে ভাড়া বেশি। আসলেই কি ভাড়া বেশি? এই মেট্রোরেল নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবে, তখন নেত্রী বললেন, এটায় (মেট্রোরেলে) আওয়াজ হবে না। তখন তারা নীরব ছিল।
বিরোধীদের প্রতি ইঙ্গিত করে সেতুমন্ত্রী বলেন, মনে অনেকেরই জ্বালা, অন্তর্জ্বালা। বড়ই অন্তর্জালা। তারা বলেছে, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু। এখন যাচ্ছেন কীভাবে তিন ঘণ্টায় (পদ্মা সেতু পাড়ি দিয়ে) সমাবেশ করার জন্য। নিজেদের শোধরান। আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ আমরা মোকাবিলা করবই, ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত।

কাদের বলেন, অপপ্রচার, বিষোদ্গার এসব আমরা মোকাবিলা করব। শেখ হাসিনা পদ্মা সেতু করে ফেলল, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেল করে ফেলল। তাদের (বিরোধীদের) আজ বড়ই জ্বালা। তাদের এখন অন্তর্জ্বালা।

মেট্রোরেল আজ স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা বলে উল্লেখ করেন মন্ত্রী হলি আর্টিজান হামলায় নিহত মেট্রোরেলের সাত জাপানি শ্রমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, সবই তো আমরাই করছি, শেখ হাসিনার সরকার করেছে। শত সেতু একদিনে উদ্বোধন, শত সড়ক একদিনে উদ্বোধন, দেখেছেন কোথাও, গুগলেও নেই। সবই শেখ হাসিনা করছেন।

ওবায়দুল কাদের বলেন, শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কাতার বিশ্বকাপ চলাকালে কোথাও লোডশেডিং হয়েছে? হয়নি। মেট্রোরেল করে শেখ হাসিনা সরকার আবারও প্রমাণ করেছেন, ইয়েস, উই ক্যান।

মন্ত্রী আরও বলেন, এই কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছে। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আমরা ভালো আছি। বাংলাদেশ ভালো আছে। তাইতো তাদের মনে জ্বালা, অন্তর্জ্বালা। এখন মেট্রোরেল নিয়ে দুর্নীতির কোনো কথা বলতে না পেরে তারা (বিরোধীরা) ভাড়া বেশি নিয়ে কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলে নারীদের জন্য স্পেশাল বগি থাকছে। মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে ফ্রি সার্ভিস।

এদিন বেলা ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরে মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ে তার ছোট বোন শেখ রেহানা ও কাদের উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:০৮   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ