মুক্তির প্রথম সপ্তাহেই ৫২৫ মিলিয়ন ডলার!

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তির প্রথম সপ্তাহেই ৫২৫ মিলিয়ন ডলার!
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



---

বিশ্বজুড়ে প্রশংসিত চলচ্চিত্র অ্যাভাটারের সিক্যুয়েল ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’-এর মুক্তির সময় ঘনিয়ে এসেছে। ‘অ্যাভাটার’ মুক্তির প্রায় এক দশক পর জেমস ক্যামেরনের সাই-ফাই অ্যাডভেঞ্চার সিক্যুয়েলটি অবশেষে ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা মতে, সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই গ্লোবাল বক্স অফিসে প্রায় ৫২৫ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে।

জেমস ক্যামেরনের সিক্যুয়েলটি বক্স অফিসে প্রায় ৫২৫ মিলিয়নের বৈশ্বিক মার্ক নিয়ে আসতে যাচ্ছে যা ডিজনির সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী গ্লোবাল রিলিজ হিসেবে জায়গা করে নেবে।

বিশ্বজুড়ে প্রায় ৫২ হাজার স্ক্রিনে মুক্তি সহ সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহের আয়ে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’কেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইউএস বক্স অফিসে, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ উদ্বোধনী সপ্তাহান্তে প্রায় ১৫০ থেকে ১৭৫ মিলিয়নের মতো আয় করতে পারে যা ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাভাটারের আয়ের দ্বিগুন। সিনেমাটির প্রাক-বিক্রয় বুকিং ৩৮ মিলিয়নে দাঁড়িয়েছে, যা বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ‘টপ গান: ম্যাভেরিক’কে অগ্রিম বুকিংয়ে ছাড়িয়ে গেছে সিনেমাটি। তবে অগ্রিম বুকিংয়ে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ এবং ‘ডক্টর স্ট্রেঞ্জ : ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ চলচ্চিত্রের পেছনে রয়েছে সিনেমাটি।

মার্কিন বক্স অফিসে ১৫০ মিলিয়ন থেকে ১৭৫ মিলিয়ন আয়ের পাশাপাশি ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ বিদেশে ৩৫০ মিলিয়ন ডলার আয় করবে বলে ধারণা করা হচ্ছে। বিদেশী সংগ্রহের ১০০ মিলিয়ন শুধুমাত্র চীন থেকেই আসতে যাচ্ছে। করোনা পরবর্তী সময়ে চীনের ৮০ শতাংশ প্রেক্ষাগৃহ পুনরায় খোলার ফলে চলচ্চিত্রের বৈশ্বিক বক্স অফিস আয়ে শক্তিশালী প্রভাব পড়েছে।

প্রথম অংশের ১৩ বছর পর মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম। প্রথম চলচ্চিত্রের তারকা স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, সিগর্নি ওয়েভার পুনরায় পর্দায় ফিরে এসেছেন। সেই সঙ্গে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন কেট উইন্সলেট। ১৬ ডিসেম্বর ৩-ডি এবং আইম্যাক্স পর্দায় মুক্তি পাবে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’।

সূত্র : ডেইলি মেইল ইউকে

বাংলাদেশ সময়: ১৬:৫০:৪৫   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ