দেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল: মোশাররফ

প্রথম পাতা » চট্রগ্রাম » দেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল: মোশাররফ
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



---

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার রাজনীতি করে না। তাই এই দেশে এখন শান্তির সুবাতাস বইছে। শেখ হাসিনার দূরদর্শিতায় কক্সবাজারসহ বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সৈকতের লাবণি পয়েন্টে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করে বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, বিএনপির আমলে আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারেনি। বিএনপি ক্ষমতায় থাকাকালে কক্সবাজার পাবলিক হলে আওয়ামী লীগের একটি সভায় হামলা করা হয়। ওই সময় দরজা বন্ধ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের পেটানো হয়। মানুষ তা ভোলেনি।

উদ্বোধন শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা।

এ ছাড়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত আছেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক ও সাবেক এমপি এথিন রাখাইনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত আছেন।

সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক কাউন্সিলর এম এ মনজুর।

এদিকে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন কাউন্সিল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সবার প্রশ্ন এখন কে হচ্ছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নতুন কান্ডারি।

বাংলাদেশ সময়: ১৫:২২:৫৮   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ