জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে : আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে : আইজিপি
বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২



---

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের জন্য ঢাকায় জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে একটি ক্রীড়া কমপ্লেক্স করার লক্ষ্যে কাজ করা হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। থাকবে একাধিক স্টেডিয়াম। যাতে করে পুলিশের আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক খেলাগুলোকে হোস্ট করা যায়’।
আইজিপি বুধবার বিকেলে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ ও বার্ষিক পুলিশ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এবার যাদের কনস্টেবল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তাদের উচ্চতা আশাব্যঞ্জক। তাদের গড় উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি। খেলাধূলার বেলায় শারীরিক সামর্থ ও উচ্চতা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, যাদের এবার সাব ইন্সপেক্টর হিসেবে নেয়া হচ্ছে, তাদের থেকে ভালো উচ্চতা ও মেধার কিছু অংশকে যদি খেলাধূলায় আকৃষ্ট করা যায়, তাহলে পুলিশ স্পোর্টসের যে ঐতিহ্য ও গৌরব রয়েছে এটি আরও সুসংহত হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে’।
বার্ষিক পুলিশ সমাবেশের প্রথম পর্যায়ে মনোরম প্যারেড প্রদর্শন করেন নোয়াখালী জেলা পুলিশের চৌকোষ প্যারেড দল এবং বিভিন্ন খেলাধুলার ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এরআগে বেলুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন আইজিপি। এছাড়া পুলিশ লাইন মাঠে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৪   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ