ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবার কোয়ার্টারে খেলার স্বপ্ন জাপানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবার কোয়ার্টারে খেলার স্বপ্ন জাপানের
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবার কোয়ার্টারে খেলার স্বপ্ন জাপানের

রাউন্ড অব সিক্সিনের ম্যাচে এশিয়ার জায়ান্ট জাপানের প্রতিপক্ষ গেলবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টারে খেলার স্বপ্নে বিভোর ব্লু সামুরাই। অন্যদিকে মদ্রিচ-কারমারিচে ভর করে জাপান বধের ছক কষছে জ্লাতকো দালিচ শিষ্যরা। আল জানুব স্টেডিয়ামে ম্যাচ শুরু সোমবার (০৫ ডিসেম্বর) রাত ৯টায়।

ইতিহাস ডাকছে জাপানকে। ডাকছে হাজিমে মরিয়াসুকে। যা হয়নি আগের ৬ আসরে, লাকি সেভেনে কি খুলবে সেই গেরো? প্রথমবারের মতো তবে কি বিশ্ব মঞ্চে কোয়ার্টারে ওঠার উল্লাসে মাততে পারবে ব্লু সামুরাইরা?

সেসব হিসেব-নিকেশ আপাতত তোলা থাক। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র এবারের আসরে তানাকারা স্বপ্ন দেখাচ্ছে ১২৫ মিলিয়নের বেশি মানুষকে। স্বপ্ন দেখাচ্ছে গোটা এশিয়াকেও।

স্পেন জাপান কোস্টারিকা মতো পরাশক্তি থাকার পরেও কেউ কি ভেবেছিল গ্রুপ ‘ই’তে নক আউটে উঠবে জাপান? কিন্তু দিন শেষে তাই হয়েছে। সে দৌড়ে তারা হারিয়েছেন দুই চ্যাম্পিয়ন জার্মানি-স্পেনকে।

আগের তিন ম্যাচে ৪-২-৩-১ ফর্মেশনে সাফল্য পেয়েছিলেন হাজিমে মরিয়াসু। তবে এ ম্যাচে পরিকল্পনাতে আসতে পারে পরিবর্তন। দলকে খেলাতে পারেন ৪-৪-২ এ।

যদিও সেখানে দুশ্চিন্তার কারণ আছে যথেষ্ট। টানা দুই হলুদ কার্ডে এ ম্যাচে কো ইতাকুরার সার্ভিস পাবে না দল। শঙ্কা আছে ওতারু ইন্দোকে নিয়ে। সেক্ষেত্রে ইয়াশিদা, তানাকা, কামাডা থাকছেন শুরুর একাদশে।

অন্যদিকে এবারের বিশ্বকাপে পারফম্যান্সটা ঠিক প্রত্যাশা মতো হচ্ছে না গেল আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার। কাটছেই না স্কোরিং সমস্যা। ‘এফ’ গ্রুপে তারা গোল করতে পেরেছে শুধু কোস্টারিকার বিপক্ষেই।

এ ম্যাচে ফুলফিট স্কোয়াডই পাচ্ছেন জ্লাতকো দালিচ। তবে আগের ম্যাচে হলুদ কার্ড থাকায় এ ম্যাচে লুকা মদ্রিচ-দেজান লাভরেনকে থাকতে হবে সাবধানী। সেক্ষেত্রে ৪-৩-৩ ফর্মেশনই হতে পারে কৌশল।

এ পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে তিনবার। যেখানে দু’দলই জিতেছে ১টি করে ম্যাচ। তবে বিশ্বমঞ্চে দুবারের দেখায় জয়ের পাল্লা ভারি ক্রোয়াটদের।

বাংলাদেশ সময়: ৮:১১:২৭   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ