গ্যাসের মূল্যবৃদ্ধি করায় সমুদ্রে অনুসন্ধানের অফার আসছে : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » গ্যাসের মূল্যবৃদ্ধি করায় সমুদ্রে অনুসন্ধানের অফার আসছে : জ্বালানি প্রতিমন্ত্রী
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২



---

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে এখন গভীর সমুদ্রে খননের অফার আসছে। এটি বাংলাদেশের জন্য আশীর্বাদ বলেও মন্তব্য করেন তিনি। আজ শনিবার রাজধানীতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘এনার্জি ট্রান্সমিশন’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

নসরুল হামিদ বলেন, ‘গ্যাসের দামবৃদ্ধি বাংলাদেশের জন্য আশীর্বাদ।

কারণ, এখন আমাদের কাছে ডিপ সিতে (গভীর সমুদ্রে) এক্সেপ্লোরেশনের (খনন) জন্য অফার আসছে। আগে কোনো পার্টিই পাওয়া যায়নি। ’

তিনি বলেন, ‘অনেক সময় বিজ্ঞানীরা বুঝতে পারেন না যে, এখানে একটা বিজনেস কেস ইনভলবড। এটা এমন না যে গ্যাস পেলাম, কালকে গিয়ে ঝাপায়ে পড়ব। বিজনেস কেসটা হলো খনন করলে সেটা ওই কম্পানির জন্য লাভজনক হবে কি না। ফিসিবিলিটি ইজ দ্য মেইন থিং। তো ১০ বছর আগে কেন হয়নি? এই কারণেই হয়নি। ইট ওয়াজ নট ফিসিবল। আইওসি ২ ডলারে গ্যাস দেয়। আর সেখানে গিয়ে গ্যাস এক্সপ্লোরেশন করতে গেলে লাগবে ৭ ডলার। তো আমি যদি বলি ৫ ডলার দেবো, কেউ রাজি হবে? কেউ রাজি হয়নি। ’

জ্বালানি প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমি কাউকে দোষ দেই না। যারা থিওরি নিয়ে কাজ করেন, তারা এ বিষয়টি বাইরে গিয়ে চিন্তা করেন না যে, কেন আসে না। কারণ খনন কম্পানি ব্যবসাও করতে চাচ্ছে। তারা এখানে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তারা তো বসে নেই যে ২ ডলার করে গ্যাস বিক্রি করবে। তারা চিন্তা করে, আগামী ১০ বছর লাগবে আমার গ্যাস এক্সপ্লোরেশন করে আসতে, সেসময় দাম কত হবে, সেসময় যদি দাম ড্রপ করে, তাহলে কী হবে। আদৌ কি চাহিদা থাকবে কি না। এখানে নানা জটিলতা আছে। ’

বিস্তারিত আসছে….

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৭   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
গণতান্ত্রিক ধারা বজায় ছিল বলেই দেশের উন্নতি হয়েছে: প্রধানমন্ত্রী
সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা
নিষেধাজ্ঞায় থাকা জাহাজ গ্রহণ করবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন প্রধানমন্ত্রীর
সন্ত্রাস-জঙ্গিবাদ ঠেকাতে ইমামদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ 
রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ 
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় সুইজারল্যান্ড

আর্কাইভ