ফরিদপুরে সাতসকালে সড়কে বোমা বিস্ফোরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সাতসকালে সড়কে বোমা বিস্ফোরণ
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



---

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে হাতবোমা (ককটেল) বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, সকালে হঠাৎ তিন থেকে চারটি বোমা ফাটার শব্দ পেয়েছেন তারা। এ ঘটনায় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই রাস্তার পাশে টায়ারে আগুন জ্বলছে। পরে আমরা আগুন নেভাতে সক্ষম হই।

পুলিশের দাবি, বিএনপি-জামাতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে। তবে, বিএনপির পক্ষে থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, ঘটনাস্থলে পৌঁছে জানতে পেরেছি, নাশকতা সৃষ্টির লক্ষ্যে জয়নগর এলাকায় সড়ক বন্ধ করে ৭০-৮০ জন বিএনপি-জামাতের নেতাকর্মী টায়ারে আগুন জ্বালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি হাতবোমা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনায় নিজেদের সম্পৃক্তা অস্বীকার করে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, এটি কোনো পরিকল্পিত ঘটনা হতে পারে। বিএনপি কখনও এরকম নাশকতা করে না। কোনো একটি অপ্রীতিকর ঘটনা ঘটলেই বিএনপিকে দায়ী করা হয়। যাতে, সহজে মামলা দিয়ে হয়রানি করা যায়।

ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৩৩   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ