বিজয়নগরে সবুজ পাতার আড়ালে ঝুলছে পাকা রসালো কমলা

প্রথম পাতা » চট্টগ্রাম » বিজয়নগরে সবুজ পাতার আড়ালে ঝুলছে পাকা রসালো কমলা
বুধবার, ৩০ নভেম্বর ২০২২



---

জেলার বিজয়নগরে ইউটিব দেখে কমলা চাষ করে সফলতা পেয়েছেন আলমগীর হোসেন নামে এক যুবক। বাণিজ্যিক ভাবে চায়না-থ্রী জাতের কমলার আবাদ করেছেন তিনি। প্রথমবার চাষে ফলনও বাম্পার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলা বাগানের ছবি ছড়িয়ে পড়লে অনেকেই আসছেন আলমগীরের কমলা বাগান দেখতে।
জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের প্রবাস ফেরত যুবক আলমগীর হোসেন তার দুই বিঘা জমিততে ১৮৫টি কমলা গাছ রোপণ করে বাগান গড়ে তুলেছেন। ইউটিউব দেখে বাগানের পরিচর্যা করে ভালো ফলন পেয়েছেন তিনি। বাগানের গাছে-গাছে সবুজ পাতার আড়ালে ঝুলছে পাকা রসালো কমলা।
প্রতিদিন দর্শনার্থীরা আসছেন কৃষক আলমগীর হোসেনের কমলা বাগান দেখতে। পাশাপাশি গাছ থেকে পাকা ও তাজা কমলা ও ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ক্রেতা আহসান হাবিব জানান সারাজীবন আমরা বাজার থেকে কমলা ক্রয় করেছি। তবে আজ কমলা বাগান থেকে দেখে দেখে পাকা কমলা ক্রয় করলাম।
কৃষক আলমগীর হোসেন জানান, ইউটিউবে চুয়াডাঙ্গার এক কৃষকের কমলা আবাদের ভিডিও দেখে তার সাথে যোগাযোগ করেন। পরে ওই বাগান পরিদর্শন করে ওই কৃষকের কাছ থেকে পরামর্শ নিয়ে সেখান থেকে চায়না-থ্রী জাতের কমলার চারা এনে বাগানে রোপণ করেন। মাত্র দুই বছরের মাথায় তার বাগানে চোখ ধাঁধানো কমলার ফলন পেয়ে অনকে খুশি কৃষক আলমগীর। কৃষক আলমগীর হোসেন আরও বলেন, এখন পর্যন্ত ১ হাজার থেকে ৫শ কেজি কমলা বিক্রি করেছি। প্রতি কেজি কমলা ১৭০ টাকা কেজি মূল্যে বিক্রি করা হচ্ছে। বাগান থেকে ক্রেতারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হয়নি। দর্শনার্থীরা এসে দেখে বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। বাগান করার সময় গ্রামের অনেকেই বলেছিলেন এ এলাকায় কমলার চাষ হবে না। আমি মানুষের কথায় কান না দিয়ে নিজের মত করে চেষ্টা করেছি। আমার বাগান থেকে অন্তত ৫ লাখ টাকার কমলা বিক্রি হবে বলে আশা করছি।
এদিকে কৃষক আলমগীর হোসেনের কমলা চাষ দেখে এবার অন্য কৃষকরাও কমলা চাষ করার আগ্রহ দেখিয়েছে। এলাকার অনাবাদি জমিতে এবার কমলা চাষ করতে আগ্রহী। স্থানীয় কৃষক মোস্তফা মিয়া জানান আমরা এখন বুঝতে পেরেছি, কমলা লাভজনক ও ফলনে ভালো হয়। আগামী মৌসুমে কমলা চাষ করার কথা জানান এ কৃষক।
বিজয়নগর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ বলেন, একাধিকবার পরীক্ষামূলক ভাবে এ অঞ্চলে কমলার চাষ করেও সুফল পায়নি। তবে যেহেতু আলমগীর হোসেন সফল হয়েছেন, তাই কৃষি বিভাগের মাধ্যমে এ অঞ্চলে কমলার আবাদ বৃদ্ধির জন্য প্রর্দশনী দেয়া হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা জানান, স্থানীয় ভাবে উৎপাদিত কমলা গুলো সাধারণত টক হয়। যেহেতু বিজয়নগরে আলমগীর হোসেনের উৎপাদিত কমলাগুলো মিষ্টি। আমরা তার বাগান থেকে কমলার চারা উৎপাদন করব। পাশাপাশি কমলা চাষ করে আবাদ বৃদ্ধির জন্য প্রয়োনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:০০:১২   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে
গুলি করে রোহিঙ্গা নেতাকে হত্যা
কক্সবাজারে আওয়ামী লীগের সম্মেলন শুরু
বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে
২০২৪ সালের জানুয়ারির ১লা সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ