বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

প্রথম পাতা » খেলা » বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
বুধবার, ৩০ নভেম্বর ২০২২



---

ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে কঠিন সমীকরণে দাঁড়িয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা। হারলেই বাদ। থাকবে না ড্রয়ে নকআউট পর্বে যাওয়ার জন্য হিসাব-নিকাশ। এই পরিস্থিতিতে লে আলবিসেলেস্তেদের জন্য বাঁচা-মরার ম্যাচ এটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে, কাদের নিয়ে একাদশ সাজাবেন লিওনেল স্কালোনি, এ নিয়ে চলছে নানান গুঞ্জন।

শেষ ম্যাচে মেসিদের দলে দুটি পরিবর্তন আসছে। এমনটাই ইঙ্গিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’।

এই ম্যাচে ফিরতে পারেন প্রথম ম্যাচে মূল একাদশে সুযোগ পাওয়া রাইটব্যাক নাহুয়েল মলিনা। যদিও ওই ম্যাচে তার থেকে চোখে পড়ার মতো কোনো পারফর্ম্যান্স পাননি ফুটবলপ্রেমীরা। এ ছাড়া গিদো রদ্রিগেজ বা এনজো ফের্নান্দেজের মধ্যে যেকোনো একজন শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন। এক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হবে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ-গিদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া।

বাংলাদেশ সময়: ১৪:১২:৩৬   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ