সরকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করছে : শাহরিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করছে : শাহরিয়ার
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



---

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বর্তমান সরকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করে চলেছে। আর এটি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল ও দূরদর্শী নেতৃত্বে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করার মধ্যদিয়ে তাদের আস্থা জোরদারে সর্বদা এসব জনগোষ্ঠীর পাশে রয়েছে।
শনিবার জেলার বাঘা উপজেলার আড়ানিতে তার বাড়িতে হতদরিদ্র মানুষের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদানকালে প্রতিমন্ত্রী আলম এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে নদী ভাঙ্গনে চরমভাবে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারকে ২৪ লাখ টাকার ব্যাংক চেক দেয়া হয়। হতদরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বাসন কর্মসূচির পক্ষ থেকে এ অর্থ প্রদান করা হয়।
শাহারিয়ার আলম বলেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী আর্থিক মন্দা অবস্থা বিরাজ করলেও বাংলাদেশ বর্তমানে অর্থনেতিকভাবে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।
তিনি আরো বলেন, ‘আমরা করোনাভাইরাস মহামারি চলাকালে কিছু সমস্যা মোকাবেলা করেছি এবং দেশে এখন আর কোন সংকট নেই।’
বিশ্বব্যাপী খাদ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ হওয়ায় দেশে কোন খাদ্য সমস্যা নেই। বর্তমানে কেউ আর না খেয়ে থাকে না।
এ বছর কৃষকরা এমন কি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমন ধানের বাম্পার ফলন পেয়েছে।
এছাড়া তিনি সেখানে উপস্থিত সকলকে বলেন, সরকার সকল ভোগ্য পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে এবং স্বল্প আয়ের মানুষের জন্য ভুর্তকির ব্যবস্থা করেছে যাতে তারা তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রি ক্রয় করতে পারে।
শাহরিয়ার আলম বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি দৃষ্টান্তে পরিণত হয়েছে এবং বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের দেশ আগামী বছরগুলোতে আরো এগিয়ে যাবে।’

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪৫   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ