সময় হলেই বিদেশিদের বিরুদ্ধে অ্যাকশন : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সময় হলেই বিদেশিদের বিরুদ্ধে অ্যাকশন : পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২৬ নভেম্বর ২০২২



---

সময় হলে আমরাও বিদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে যাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করায় তিনি বিদেশিদের উদ্দেশে এ কথা বলেন। আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ড. মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য তারা রাশিয়ার ২০-২১ জন কূটনীতিককে বের করে দিয়েছে।

তারা শক্তিশালী দেশ বলে অনেক কিছুই পারে। আমাদের সেই শক্তি নেই বলে আমরা এই পথে যাই না। তবে সময় হলে আমরাও বিদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। ’

ড. মোমেন বলেন, ‘এটা দুঃখজনক যে কিছু লোক বিদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁরা চান বিদেশিরা কিছু বলুক। তবে বিদেশিরা যখন স্বদেশের কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন সে দেশের আর মঙ্গল হয় না। আপনি আফগানিস্তানের দিকে দেখেন, বিদেশিদের জ্বালায় কী কষ্টে আছে। চিলিতে একই ঘটনা ঘটেছিল। চিলির নির্বাচিত সরকারও বিদেশিদের জ্বালায় ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের কিছু লোক বিদেশিদের কাছে ধরনা দেন। তাঁরা যখনই মাতব্বরি করেছেন, তখন ওই দেশের অবস্থা খারাপ হয়েছে। ’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো বিদেশি রাষ্ট্রদূতকে এক পয়সারও পাত্তা দেয় না। ভারতেও বিদেশিরা অনেক কিছু বলে, তারাও পাত্তা দেয় না। যাদের সম্মান আছে, তারা বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করে না। তবে আমাদের অভিজ্ঞতা হলো, যেখানেই তাঁরা এসেছেন, সমস্যা হয়েছে। এ জন্য ওদের পরামর্শ শোনার প্রয়োজন নেই আমাদের। তবে তাঁরা বলতে পারেন, আমরা শুনতে পারি। তাঁরা যদি আমাদের কিছু জানাতে চান, আমাদের জানাতে পারেন। ’

ড. মোমেন বলেন, ‘বিরোধী দলের বিদেশিদের কাছে মায়াকান্না না করে, জনগণের কাছে গেলেই ভালো হবে। ’

এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চ্যারিটি বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ড. মোমেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:০৯   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ