উত্তেজনার মধ্যে পুতিনের কাছে যাচ্ছেন ইমরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তেজনার মধ্যে পুতিনের কাছে যাচ্ছেন ইমরান
বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২



---

পশ্চিমারা ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করছেন। এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার (২৩ ফেব্রুয়ারি) পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া যাচ্ছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সহযোগিতাসহ দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিন্যাস পর্যালোচনা করবেন পুতিন ও ইমরান খান।

পুতিনের দফতর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আলোচনায় বসবেন পুতিন ও ইমরান।

পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামোফোবিয়া এবং আফগানিস্তান পরিস্থিতিসহ প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও দুই নেতা বিশদ আলোচনা করবেন।

মঙ্গলবার ইমরান খান বলেন, ইউক্রেন সংকট নিয়ে আমরা উদ্বিগ্ন নই। রাশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমরা মূলত সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই।

পাকিস্তানি নেতা আরও বলেন, এখন আমরা কারো অংশ হতে চাই না। আমরা সব দেশের সঙ্গেই বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাই। তিনি আশা করেন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে।

অন্যদিকে ইউক্রেনের গমের প্রধান আমদানিকারক দেশ পাকিস্তান, সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনের সঙ্গেও ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে।

ইউক্রেনের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জেপার সোমবার (২১ ফেব্রুয়ারি) কিয়েভে পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার পর এক টুইট বার্তায় বলেন, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।

জেপার লিখেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করার জন্য আমরা পাকিস্তানের প্রতি কৃতজ্ঞ।

ইউক্রেনের বিচ্ছিন্ন প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককের স্বাধীনতাকে পুতিন স্বীকৃতি দেওয়ার পর ইমরান খানই প্রথম বিদেশি নেতা, যিনি মস্কো সফর করবেন।

বাংলাদেশ সময়: ১৫:১৭:১৬   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ