‘সরকার যেখানে ভালো মনে করে সেখানেই সমাবেশের অনুমতি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সরকার যেখানে ভালো মনে করে সেখানেই সমাবেশের অনুমতি’
শনিবার, ২৬ নভেম্বর ২০২২



---

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার বাধ্য হয়ে কোথাও গণসমাবেশ করার অনুমতি দেবে না। যেখানে ভালো মনে করবে সেখানেই সমাবেশের অনুমতি দেবে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয় জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানকে উপযুক্ত মনে করেছেন, তাই তাদেরকে সেখানেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপি আমাদের কাছে আসছিল। তারা তিনটি জায়গার কথা বলেছিল। তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যান। আওয়ামী লীগের কিছু দলীয় প্রোগ্রাম আছে, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি যেখানে চায় সমাবেশ করতে পারবে।

বিএনপি বলছে সরকার পল্টনে সমাবেশ করার অনুমতি দিতে বাধ্য হবে, এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো অফিসিয়াল অনুমতি এখনও আসেনি।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনাদের কাছেই আমার প্রশ্ন। এত বড় গ্যাদারিং কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের সামনে কাউকেই সমাবেশের অনুমতি দেওয়া হয় না।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও একাধিক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর (বহিষ্কৃত) জিয়া কৌশলে লুকিয়ে আছেন, তাই তাকে ধরা যাচ্ছে না। দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট শিগগিরই পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:২২   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ