রাজ-পরীর প্রেম যে ছবি থেকে, অপেক্ষা তার মুক্তির

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজ-পরীর প্রেম যে ছবি থেকে, অপেক্ষা তার মুক্তির
বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২



---

‘মনপুরা’-খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে মন দেওয়া-নেওয়া করেছিলেন চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ। এ কথা তারাই জানিয়েছিলেন। ভালোবেসে ঘরও বেঁধেছেন তারা। নতুন খবর হলো, খুব শিগগির সিনেমা হলে মুক্তি পেতে চলেছে সেই ছবি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। যদিও ঠিক কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে, তা নিশ্চিত করেননি নির্মাতা। তিনি শুধু জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পাবে। এরপর ছবিটি চরকির পর্দায়ও দেখা যাবে। কারণ, চরকি অরজিনালের প্রযোজনাতেই এটি নির্মিত হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় ‘গুণিন’। ছবিটি দেখে সেন্সর বোর্ড কর্তারা প্রশংসা করেছেন বলেও জানান গিয়াস উদ্দিন সেলিম। তিনি আশাবাদী, দর্শকও ছবিটি বেশ উপভোগ করবেন। সেলিম বলেন, ‘ছবিতে প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছেন। পরিচালক হিসেবে আমি সবার কাজেই খুব খুশি।’

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ নির্মিত হয়েছে হাসান আজিজুল হকের লেখা ছোটগল্প অবলম্বনে। এর মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও শরিফুল রাজ। তাদের চরিত্রের নাম যথাক্রমে রাবেয়া ও রমিজ।

এই ছবির শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয় হয়েছে পরীমনি ও রাজের। পর্দার রাবেয়া-রমিজ বাস্তবেও বেঁধেছেন সংসার। সন্তানের অভিভাবকও হতে চলেছেন। তবে ছবিতে তাদের পরিণতি কী হয়? বাস্তবের মতো সুখের সংসার কি তারা ছবিতেও বাঁধতে পারবেন? এ প্রশ্নের উত্তর পেতে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে ‘গুণিন’।

এদিকে ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ ‘গুণিন’ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেকেই। এখন দেখার, কবে নাগাদ সিনেমার পর্দায় ওঠে রাজ-পরীদের ‘গুণিন’।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪০   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ