তুরস্ক সফরে যুদ্ধজাহাজ উদ্বোধন করবেন পাক প্রধানমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » তুরস্ক সফরে যুদ্ধজাহাজ উদ্বোধন করবেন পাক প্রধানমন্ত্রী
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২



---

তুরস্ক সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (২৫ নভেম্বর) ইস্তাম্বুলে পৌঁছান তিনি। এ সফরে উচ্চস্তরের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ডন এ খবর জানিয়েছে।

চলতি বছর এটা শাহবাজের দ্বিতীয় তুরস্ক সফর। এর আগে গত মে মাসে তিনদিনের রাষ্ট্রীয় সফরে আঙ্কারা যান তিনি। পাক প্রধানমন্ত্রীর এবারের সফরকে আরও বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দুই দেশের বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে বিস্তর আলোচনা করবেন দুই নেতা।

এছাড়া প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ইস্তাম্বুল শিপইয়ার্ডে পাকিস্তান নৌবাহিনীর জন্য তৈরি একটি যুদ্ধজাহাজ পরিদর্শন ও উদ্বোধন করবেন। পিএনএস খাইবার নামে ওই যুদ্ধজাহাজটি শিগগিরই পাক নৌবাহিনীতে যুক্ত করা হবে। তুর্কি ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলবেন শরিফ। সেই সঙ্গে ইকো ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।

পাকিস্তান ও তুরস্ক সৌহার্দ এবং পারস্পারিক বিশ্বাসের দ্বারা আবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২২ সালে মে-জুনে তুরস্কে সফর করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তুরস্ক ও পাকিস্তান সম্পর্ক কয়েকশ’ বছরের পুরনো। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশ দুটির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বেড়েই চলেছে। শক্তিশালী হচ্ছে সামরিক সহযোগিতার সম্পর্কও।

এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসফাতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান নৌবাহিনী। চুক্তির অধীনে পাক নৌবাহিনীকে এমআইএলজিইএম শ্রেণীর চারটি যুদ্ধজাহাজ নির্মাণের কথা পাকা হয়। এর মধ্যে দুটি জাহাজ পাকিস্তানে আর বাকি দুটি তুরস্কে নির্মাণ করছে।

পিএনএস বাবুর নামে প্রথম যুদ্ধজাহাজটি নির্মাণ সম্পন্ন হওয়ার পর তা পরিদর্শন ও উদ্বোধনের জন্য ২০২১ সালে তুরস্ক সফর করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এবার দ্বিতীয় যুদ্ধজাহাজটি উদ্বোধন করতে তুরস্ক সফর করছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এদিকে পাকিস্তানে যে দুটি যুদ্ধজাহাজ তৈরির কথা ছিল, তার মধ্যে একটি ইতোমধ্যে তৈরি সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, পিএনএস বদর নামে যুদ্ধজাহাজটি চলতি বছরের মে মাসে উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:১২   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ