চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫

প্রথম পাতা » চট্রগ্রাম » চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২



---

চাঁদপুরের মতলব পৌরসভা এলাকার একটি গুদাম থেকে ২৫ লাখ টাকা মূল্যের সিগারেট চুরির ঘটনায় ৫ জন গ্রেফতার হয়েছে। দুর্ধর্ষ এ চুরির তিন দিন পার হলেও এখনো সিগারেট উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, পুলিশের একাধিক দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে সিগারেট উদ্ধার করতে সক্ষম হব।

এর আগে গত ২০ নভেম্বর রাতের কোনো একসময় মতলব পৌরসভার টিঅ্যান্ডটি এলাকার নিজস্ব গুদাম থেকে চোরের দল কৌশলে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সিগারেট নিয়ে চম্পট দেয়।

মতলব দক্ষিণ থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, মেসার্স আব্দুল লতিফ চৌধুরী অ্যান্ড সন্সের গুদামের তালা ভেঙে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সিগারেট চুরি হয়। এ ঘটনায় দায়িত্বে থাকা সেলস সুপারভাইজার মেহেদী হাসান ইমন, বিক্রয় প্রতিনিধির তিনজনসহ মোট ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

সিগারেট চুরির ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী মের্সাস আব্দুল লতিফ চৌধুরী অ্যান্ড সন্সের (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড) স্থানীয় ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, মেহেদী হাসান ইমন মেসার্স আব্দুল লতিফ চৌধুরী অ্যান্ড সন্সের মালিকানাধীন ব্রিটিশ আমেরিকার টোব্যাকো মতলব দক্ষিণ শাখা অফিসে সেলস সুপারভাইজার ও রক্ষণাবেক্ষণর দায়িত্ব পালন করে আসছিলেন।

ঘটনার আগের দিন চাঁদপুর শহরের প্রধান অফিস থেকে প্রায় ৩০ লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট শাখা অফিসে পাঠান তিনি। তখন ওই সব সিগারেট শাখা অফিসের দায়িত্বে থাকা সেলস সুপারভাইজার মেহেদী হাসান ইমন রিসিভ করে গুদামে রাখেন। কিন্তু তারপরই এসব সিগারেট চুরির ঘটনা ঘটে।

এই চুরির ঘটনা জানতে চাইলে মতলব দক্ষিণ থানার মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়ে চুরির ঘটনা স্বীকার করেছে। তবে সিগারেটগুলো কোথায় রেখেছে, তা তদন্তের স্বার্থে জানাননি তিনি। মামলার এক নম্বর আসামি মেহেদী হাসান ইমন ২৫ লাখ টাকার সিগারেট চুরি হওয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে।

মামলার আসামিরা হলেন মতলব শাখা অফিসের সেলস সুপারভাইজার মেহেদী হাসান ইমন, ইমনের ছোট ভাই রিমন, বিক্রয় প্রতিনিধি লিটন,জলিল ও সুমনসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জন।

মেসার্স আব্দুল লতিফ চৌধুরী অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী রবিন চৌধুরী বলেন, এর আগেও চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে সিগারেট চুরির ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ সময়: ১০:২৬:৫০   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ