ফরিদপুরে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে যুবক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে যুবক নিহত
বুধবার, ২৩ নভেম্বর ২০২২



---

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মো. জিহাদ মোল্যা (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই কিশোর-কিশোরী। তাদের অবস্থা অশঙ্কাজনক বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্টি চেয়ারম্যানবাড়ির রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে ফরিদপুর-সালথা প্রধান সড়কে ফরিদপুর সদরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে চেয়ারম্যানবাড়ির রাস্তা থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়।

এতে মোটরসাইকেলে থাকা জিহাদ মারা যান। তিনি ফরিদপুর সদরের ঘোড়াদাহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে। এ ছাড়াও দুর্ঘটনায় প্রতাবপুর গ্রামের নিজামদ্দীন শেখের ছেলে সোহেল শেখ (১৬) ও একই গ্রামের বাবু মোল্যার মেয়ে বন্যা আক্তার (১৪) আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। জিহাদকে হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনাস্থলে মানুষ জড়ো হওয়ার আগেই নছিমনচালক পালিয়ে যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ফরিদপুর-সালথা সড়কে মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে এক যুবক হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। এ ঘটনায় আরো দুই কিশোর-কিশোরী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:১১:০৩   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ