একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই-ভিসিপিয়াব

প্রথম পাতা » অর্থনীতি » একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই-ভিসিপিয়াব
বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২



---

স্টার্টআপ উন্নয়নে এবং দেশি-বিদেশি ভেঞ্চার ক্যাপিটালের বিনিয়োগ আকর্ষণে একসঙ্গে কাজ করবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভিসিপিয়াব সভাপতি ও পেগাসাস টেক ভেঞ্চারের জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে এফবিসিসিআই কার্যালয়ে এক বৈঠকে অংশ নেন।

এ ব্যাপারে এফবিসিসিআই সভাপতি মো জসিম উদ্দিন বলেন, স্টার্টআপ তথা দেশের অর্থনীতির উন্নয়নের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি বিনিয়োগ টেকসই করতে হবে এবং এই খাতের উন্নয়নের জন্য আমরা ভিসিপিয়াবের সঙ্গে একসঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটালের গুরুত্ব তুলে ধরব এবং তরুণ উদ্যোক্তাবান্ধব নীতিমালা তৈরিতে সহায়তা করব।

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান বলেন, স্থানীয় স্টার্টআপে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি স্টার্টআপের উন্নয়নে নীতিগত সহায়তা, অবকাঠামো এবং দক্ষ জনবল তৈরি করতে এফবিসিসিআই ও ভিসিপিয়াব একসঙ্গে কাজ করব। আমরা স্টার্টআপ এবং তথ্যপ্রযুক্তি খাত থেকে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশের জিডিপিতে ২ শতাংশ পর্যন্ত অবদান রাখতে চাই ও ১৫ লাখ মানুষের কর্মসংস্থান করতে চাই।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি হাবিবুল্লাহ ডন ও আমিন হেলালি, বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আজম, কন্সটেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা তানভীর আলি, অ্যাংকরলেস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাত আহমেদ, এথেনা ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা মাহবুব মজুমদার এবং এথেনা ভেঞ্চার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা গফফার ঢালি।

বাংলাদেশ সময়: ১৪:৫১:১৯   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ