সিরাজদিখানে সাপ আতঙ্কে কমিউনিটি ক্লিনিকে সেবাদান বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজদিখানে সাপ আতঙ্কে কমিউনিটি ক্লিনিকে সেবাদান বন্ধ
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২



সিরাজদিখানে সাপ আতঙ্কে কমিউনিটি ক্লিনিকে সেবাদান বন্ধ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিষধর সাপ আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে একটি কমিউনিটি ক্লিনিকের সব কার্যক্রম। উপজেলার বাসাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামালিয়া কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সাপের উপদ্রবের কারণে বন্ধ করে দেয়া হয়।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ক্লিনিকটি বন্ধ রেখে অন্য কোথাও থেকে চিকিৎসাসেবা চালিয়ে যেতে বলা হয়েছে। এতে স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চার দিন ধরে ক্লিনিকের মধ্যে ৪-৫টি করে সাপ দেখা যাচ্ছিল। রোববার (২০ নভেম্বর) আবারও ক্লিনিকটির ভেতর ৭টি সাপের দেখা মেলে। সে সময় উৎসুক জনতা সাপগুলো মেরে ফেলে। এ ঘটনায় সোমবার উত্তর রাঙ্গামালিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কল্পনা আক্তার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানালে তিনি সাময়িক সময়ের জন্য সেবা নিতে আসা রোগীদের অন্য স্থানে সেবা দিতে বলেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লিনিকের ভেতরে সব কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেন।

সোমবার (২১ নভেম্বর) ওই ক্লিনিকে আবারও ৩টি সাপের দেখা মেলে। ওই সময় পাশের স্কুলের ছাত্র-শিক্ষক দল বেঁধে সাপগুলো ক্লিনিক থেকে বের হতে দেখে। এতে আতঙ্ক বিরাজ করছে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি, সেবা নিতে আসা রোগী ও এলাকাবাসীর মধ্যে।

ক্লিনিকটি নিয়মিত সেবা নিতে আসা রোগী মিম আক্তার, আলো বেগম, হাবিবা, সিরাজুল হক, নিলুফা ও সায়না বেগমসহ অনেকেই জানান, তারা সাপের ভয়ে ক্লিনিকের ভেতরে সেবা নিতে যেতে পারছেন না। সেখানে প্রতিদিন বিষধর সাপ দেখা যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের কাছে থাকায় যেকোনো রোগের জন্য এখানেই সেবা পাওয়া গেলেও সাপের ভয়ে এখন সেখানে তারা আসতে পারছেন না।

এ বিষয়ে ক্লিনিকের সিএইচসিপি কল্পনা আক্তার বলেন, প্রতিদিন এখানে সাপ দেখা যায়। সে জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে ক্লিনিকের ভেতরে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে অন্য স্থানে সেবা প্রদান করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, ‘ওই ক্লিনিকের সিএইচসিপি বিষয়টি আমাকে জানানোর পর আমি ওই বিষয়ে জেলা সিভিল সার্জনকে জানাই। সিভিল সার্জন বলেছেন পার্শ্ববর্তী কাচারিতে রোগীদের সেবা দিতে।’

বাংলাদেশ সময়: ৯:৪০:৩১   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ