সহকর্মীকে গুলি করে খুন, পলাতক বিজিবি সদস্য গ্রেপ্তার 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সহকর্মীকে গুলি করে খুন, পলাতক বিজিবি সদস্য গ্রেপ্তার 
সোমবার, ২১ নভেম্বর ২০২২



সহকর্মীকে গুলি করে খুন, পলাতক বিজিবি সদস্য গ্রেপ্তার 

জয়পুরহাটের পাঁচবিবি ২০ বিজিবির ক্যাম্পে এক বিজিবি সদস্যকে গুলি করে খুনের পর পালিয়ে যাওয়া বিজিবির সিপাহী হযরতকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২১ নভেম্বর) জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ নভেম্বর) বিকালে তাকে ২০-বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ব্যক্তি হলেন, ফরিদপুর জেলার মধুখালি উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে নেপাল দাস (৩৫)। তিনি জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে জয়পুরহাট ২০ বিজিবি সদস্য হিসেবে তাকে হাসপাতালের রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় নেপাল দাস (৩৫) নামে জয়পুরহাট ২০ বিজিবি সদস্যকে। রাতভর জানা না গেলেও পরদিন সকালে জানা যায় তাকে গুলি করে খুন করা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে তাকে ২০ বিজিবির নিকট হস্তান্তর করা হয়। পরে জয়পুরহাট সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান, নেপালকে গুলি করে খুনের পর পালিয়ে যায় সিপাহি হযরত। গত ১৯ নভেম্বর রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে জয়পুরহাট ২০ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নেপাল দাসকে হযরত কি কারণে গুলি করে খুন করেছে এবং গ্রেপ্তারকৃত বিজিবি সদস্যের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি জয়পুরহাট র‍্যাব-৫ কোম্পানি কমান্ডার।

বাংলাদেশ সময়: ৯:৪৮:২৮   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ